বাংলা হান্ট ডেস্ক: ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank Of India) দেশের প্রতিটি ব্যাঙ্কের কাজকর্মের ওপর কড়া নজর রাখে। শুধু তাই নয়, সঠিকভাবে নিয়ম মেনে না চললে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওপর পদক্ষেপ গ্রহণ করে RBI। এমনকি, জারি করা হয় জরিমানাও। ইতিমধ্যেই SBI থেকে শুরু করে PNB, ICICI, HDFC-র মতো বড় ব্যাঙ্কগুলিও RBI-এর জরিমানার সম্মুখীন হয়েছে।
এই ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ RBI (Reserve Bank Of India)-র:
সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নিয়ম অমান্য করার কারণে RBI (Reserve Bank Of India) এবার দেশের একটি প্রাইভেট ব্যাঙ্ককে জরিমানা করেছে। মূলত, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে এই জরিমানা আরোপ করা হয়েছে। উল্লেখ্য যে, সুদের হার এবং কাস্টমার সার্ভিস সম্পর্কিত কিছু নিয়ম অনুসরণ না করার জন্য RBI এই ব্যাঙ্ককে মোটা টাকার জরিমানা আরোপ করেছে।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে ৫৯.২০ লক্ষ টাকার জরিমানা: জানিয়ে রাখি যে, RBI (Reserve Bank Of India) দ্বারা সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে মোট ৫৯.২০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। মূলত, গত বছরের মার্চ মাসে, এই ব্যাঙ্কের আর্থিক অবস্থার বিষয়ে তদারকি মূল্যায়নের জন্য RBI দ্বারা একটি সংবিধিবদ্ধ তদন্ত পরিচালিত হয়েছিল। যেখানে নির্দেশাবলী এবং সংশ্লিষ্ট চিঠিপত্র অনুসরণ না করার জন্য RBI সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে একটি নোটিশ জারি করে। ওই নোটিশে ব্যাঙ্কের উত্তর এবং ব্যক্তিগত শুনানির সময় করা মৌখিক দাখিল বিবেচনা করার পরে, RBI ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগগুলি সত্য বলে খুঁজে পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে RBI ব্যাঙ্কের উপর জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: ২৫ বছরের মধ্যেই হু হু করে এগোবে ভারতের অর্থনীতি! GDP পৌঁছবে ২,৯৫,৩৪,১০,২৫,০০,০০,০০০ টাকায়
এই বিষয়ে RBI (Reserve Bank Of India) জানিয়েছে যে, কিছু গ্রাহককে SMS/ইমেল বা চিঠির মাধ্যমে না জানিয়ে, ন্যূনতম ব্যালেন্স/গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানা আরোপ করা হয়েছে। RBI বলেছে যে এই জরিমানাটি সংবিধিবদ্ধ এবং নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলির ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এটি গ্রাহকদের সাথে ব্যাঙ্কের দ্বারা করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতাকে প্রভাবিত করবে না।
আরও পড়ুন: অবাক কাণ্ড! ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে, কারণ জানলে হয়ে যাবেন “থ”
গ্রাহকরা কি ক্ষতিগ্রস্থ হবেন: জানিয়ে রাখি যে, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রে এই জরিমানা আরোপের বিষয়টি কোনও প্রভাব খেলবে না। এই বিষয়ে RBI (Reserve Bank Of India) আশ্বস্ত করেছে।