নিয়ম না মানায় ১৮০ ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ RBI-র! আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে একাধিক ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। একাধিক বেনিয়মের ফলে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এই ব্যাঙ্কগুলিকে। প্রায় ১৮০টি ব্যাঙ্কের উপর এই পদক্ষেপ করা হয়েছে। সব মিলিয়ে ১২ কোটি টাকারও বেশি জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

জানা গিয়েছে, ২২টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২১ সালের শেষ অবধি এই সংখ্যাটি ছিল ১২৪। একইসঙ্গে, গত বছরের ডিসেম্বর মাস অবধি আরও ৩৩টি ব্যাঙ্ককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ডিসেম্বরের ১২ তারিখ ১৩টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করা হয়। এছাড়াও ১৯ ডিসেম্বর আরও ২০টি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের রোষের মুখে পড়ে।

rbi

দেশের ব্যাঙ্কিং পরিষেবাকে আরও উন্নত এবং দ্বিধামুক্ত রাখার জন্য কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। একইসঙ্গে ব্যাঙ্ক প্রতারণা এবং শীর্ষস্তরে সঠিক পরিচালনা না হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে। একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। 

RBI

উল্লেখ্য, ২ বছর আগে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে কিছু বদল আনে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের বিভিন্ন ব্যাঙ্কের কার্যকলাপের উপর নজর রাখতে শুরু করে তারা। উপভোক্তাদের যাতে কোনও রকম সমস্যার মুখে না পড়তে হয়, সেদিকেও নজর দেওয়া হয়।

একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এও জানানো হয়, সব নিয়ম মেনে চলতে হবে। কিন্তু দেখা যায়, একাধিক ব্যাঙ্ক নিয়মের তোয়াক্কা না করেই চলছিল। তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে জন্য এক বছরে ১৮০টি ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 


Subhraroop

সম্পর্কিত খবর