এবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল RBI, এই পদে হবে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কর্মী নিয়োগের (Recruitment) উদ্দেশ্যে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মূলত চুক্তিভিত্তিতে এই কর্মী নিয়োগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন পদে হবে নিয়োগ, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী, কীভাবে আবেদন জানাবেন, এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ (Recruitment)

কোন পদে হবে নিয়োগ: নিয়োগ (Recruitment) সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেডিক্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে।

নিয়োগের অন্যান্য তথ্য: এই নিয়োগ মূলত চুক্তিভিত্তিক। ৩ বছরের চুক্তিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে। তবে প্রয়োজন অনুযায়ী পরে সেই সময়সীমা বৃদ্ধি পেতে পারে।

আরোও পড়ুন : বদলে যাচ্ছে নিয়ম? বাঘাযতীনের ঘটনার পর ‘জ্যাকিং আপ’ নিয়ে এল বিরাট নির্দেশ

বেতন: বিজ্ঞপ্তি অনুযায়ী ঘন্টা পিছু ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের।

আবেদনের যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ করে থাকতে হবে। জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন জানানো যাবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদনের যোগ্যতা সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।

Reserve Bank Of India Job Recruitment

আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন জানানোর জন্য প্রার্থীকে ভিজিট করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের হোমপেজ থেকে যেতে হবে নির্দিষ্ট লিংকে। সেখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য ও শর্তাবলির জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ার অনুরোধ রইল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর