বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কমতে চলেছে রেপো রেট? আজ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) মুদ্রা নীতি কমিটির (এমপিসি) বৈঠক শুরু হওয়ার সাথে সাথেই তৈরি হয়েছে এমনই সম্ভবনা। আজ থেকে শুরু হওয়া ৩ দিনের এমপিসির বৈঠক চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। বৈঠক শেষে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে বিস্তারিত জানাবেন সংবাদমাধ্যমকে।
নয়া সিদ্ধান্তের পথে হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)
অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ফের একবার রেপো রেট (Repo Rate) হ্রাস করার পথে হাঁটতে পারে আরবিআই। অনুমান করা হচ্ছে, রেপো রেট ০.২৫% থেকে কমিয়ে ০.৫০% করতে পারে ভারতের শীর্ষ ব্যাঙ্ক। এই অনুমান যদি সত্যি হয় তাহলে সাম্প্রতিক অতীতে একটানা দুবার রেপো রেট হ্রাসের পথে হাঁটবে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
আরও পড়ুন : SSC ইস্যু: বিচারব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলা হোক! প্রধান বিচারপতির কাছে গেল চিঠি
রেপো রেট কমলে অনেকটাই সস্তা হবে গৃহ ঋণ, গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণের মতো সকল ধরণের ঋণ। সুদ কমবে একাধিক ঋণের ক্ষেত্রে। স্বস্তি পাবেন আমজনতা। তবে রেপো রেট হ্রাস পেলে তার প্রত্যক্ষ প্রভাব এসে পড়ে বিনিয়োগকারীদের উপরও। ঋণের উপর সুদ কমার পাশাপাশি সুদের হার কমে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও।
আরও পড়ুন : রাত পোহালেই ঝড়-বৃষ্টি! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা: আবহাওয়ার আগাম আপডেট
নিজেদের ঘাটতি পূরণে মাঝেমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক ঋণ গ্রহণ করে থাকে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) কাছ থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ঋণ প্রদান করে থাকে, সেগুলিকেই এক কথায় বলা হয় রেপো রেট। তাই স্বাভাবিক নিয়মে আরবিআই রেপো রেট হ্রাস করলে সুদের হার কমিয়ে দেয় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি। কমে যায় ঋণের সুদ। স্বস্তি পান লক্ষ লক্ষ ঋণগ্রহীতা।
চলতি বছর ফেব্রুয়ারিতে ০.২৫% রেপো রেট কমানোর ঘোষণা করে আরবিআই। ৬.৫০ শতাংশ থেকে কমে রেপো রেট দাঁড়ায় ৬.২৫ শতাংশে। এর আগে শেষবার ২০২০ সালে রেপো রেট কমিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। তারপর দীর্ঘ ৫ বছর পর ০.২৫% রেপো রেট কমায় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। এই আবহেই চলতি মাসে ফের একবার রেপো রেট হ্রাস পায় কিনা সেদিকেই তাকিয়ে অসংখ্য মানুষ।