এবার মার্কেট কাঁপাবে নতুন ৩৫০ ও ৫ টাকার নোট! বড়সড় তথ্য দিল RBI

বাংলাহান্ট ডেস্ক : ৩৫০ ও ৫ টাকার নতুন নোট চলে এল বাজারে! সোশ্যাল মিডিয়ায় নতুন নোটের ছবি দেখে উৎসাহিত হয়ে পড়েছেন অনেকেই। ২০১৬ সালে নোটবন্দির সময় বাতিল হয়ে যায় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ভারতের (India) বাজারে নিয়ে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।

নোট নিয়ে নয়া তথ্য রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India)

পরবর্তীকালে বাজারে আনা হয় ২০০ টাকার নোটও।যদিও ২০২৩ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট প্রত্যাহার করে নিতে শুরু করে। বর্তমানে ভারতের বাজারে ২০০ টাকার নোটের পর সর্বোচ্চ মূল্যের ৫০০ টাকার নোটই শুধু চালু রয়েছে। এরই মধ্যে বারবার ১০০০ টাকার নতুন নোট বাজারে আসার খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Reserve Bank of India New note update

তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৩৫০ ও ৫ টাকার নতুন নোট। যদিও আমরা এই তথ্যের বা ছবির সত্যতা যাচাই করিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক বাজারে নতুন ৩৫০ ও ৫ টাকার নোট নিয়ে এসেছে। সেই নতুন নোটের ছবিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

আরোও পড়ুন : মেয়ে সাজলেন নিতকনে, মাঘের শুরুতেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ‘গীতা LLB’ নায়িকা

বর্তমানে ভারতের বাজারে ৫,১০,২০,৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট (Note) চালু আছে। নতুনভাবে ৫ টাকার নোট সাম্প্রতিক সময়ে ছাপায়নি আরবিআই (Reserve Bank of India)। আপাতত ২ ও ৫ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে আরবিআই-এর তরফে। এই অবস্থায় RBI অবশ্য নতুন কোনো নোট ছাপানোর খবর ঘোষণা করেনি।

আরোও পড়ুন : শুরুর অপেক্ষায় আরেক নতুন মেগা, দু বছর পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা

তাই সোশ্যাল মিডিয়ায় যে নোটের ছবি ভাইরাল হচ্ছে তার সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যদি রিজার্ভ ব্যাঙ্ক নতুন নোট বাজারে আনত তাহলে সেই সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা করা হত কেন্দ্রীয় ব্যাংকের তরফে। সেইরকম কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি কোথাও জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর