বাংলাহান্ট ডেস্ক: উপভোক্তাদের সুবিধার্থে সব সময়েই কাজ করে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। দেশের প্রতিটি ব্যাঙ্কের উপর কঠোর নজরদারি চালিয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। বিভিন্ন সময়েই দেশের একাধিক ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আবারও একাধিক ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তারা। দেশের ৬টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
জানা গিয়েছে, ছ’টি ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে আর্থিক অনিয়ম করার অভিযোগ উঠেছিল। বিষয়টি রিজার্ভ ব্যাঙ্কের নজরে আসতেই তাদের মোটা অঙ্কের জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির উপর ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা অবধি জরিমানা ধার্য করা হয়েছে।
এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৫০ এবং আমানতের উপর সুদের হার সংক্রান্ত নির্দেশিকা না মানায় ব্যাকগুলিকে জরিমানা করা হয়েছে। আলিগড় ডিসট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, দিল্লি সিটিজেন কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর ধার্য হয়েছে ৩ লক্ষ টাকা জরিমানা।
জরিমানা হওয়া ব্যাঙ্কের তালিকায় কলকাতার একটি ব্যাঙ্কও রয়েছে। কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাঙ্ককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেহসানা ডিসট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর বসেছে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা। শুধু তাই নয়, ২ লক্ষ টাকা জরিমানা বসেছে ব্যাপার সহকারী ব্যাঙ্ক মর্যাদিত এবং শ্রী গণেশ সহকারী ব্যাঙ্ক লিমিটেডের মাথাতেও।
নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলির উপর ভিত্তি করেই এই পদক্ষেপ করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে কোনও চুক্তি বা লেনদেনের বৈধতা নিয়ে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এগুলি নেওয়া হয়েছে কারণ তারা রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নিয়ম ভেঙেছে। গ্রাহকদের করা আমানতের উপর সুদের হার সংক্রান্ত বিষয় এবং ব্যাঙ্ক সংক্রান্ত আইনভঙ্গের অপরাধে জরিমানা করা হয়েছে তাদের।