মার্চ মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন তালিকা, নয়তো পড়তে পারেন বিপদে

বাংলাহান্ট ডেস্ক: আগামী মার্চ মাসে একাধিক ছুটির দিন রয়েছে। হোলি, রামনবমী ও নবরাত্রির মতো উৎসব রয়েছে মার্চ মাসে। ফলে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। এই অবস্থায় আপনি যদি ব্যাঙ্কের কাজ করতে বেরোন, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) দেওয়া ছুটির তালিকা অবশ্যই দেখে নেবেন। নয়তো আপনাকে পস্তাতে হতে পারে। ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ প্রায় চলেই এল। এই মাসে একাধিক উৎসব রয়েছে। 

তাই এই মাসে আপনার যদি ব্যাঙ্কের কোনও কাজ থাকে, তাহলে ছুটির তালিকা অবশ্যই দেখে নিন। কারণ উৎসবের দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইতিমধ্যেই আগামী মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটেও ছুটির তালিকা আপডেট করে দেওয়া হয়েছে।

bank holidays march

আগামী মাসে দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব হোলি। এছাড়াও গুড়ি পাওয়া, উগাদি, প্রথম নবরাত্রি, তেলুগু নববর্ষ এবং রাম নবমীও পড়ছে। উৎসবের এই দিনগুলিতে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও সব রাজ্যে একসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। রাজ্যভিত্তিক ছুটি অনুযায়ী সেই সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে যে উৎসবগুলি দেশজুড়ে পালিত হবে সেগুলির ক্ষেত্রে সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও মার্চ মাসে মোট ৬টি সাপ্তাহিক ছুটি পড়েছে।

দেখে নিন ছুটির তালিকা: 

মার্চ ০৩ – চাপচর কুট

মার্চ ০৫ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ০৭ – হোলি/হোলিকা দহন/দোল যাত্রা

মার্চ ০৮ – ধুলেতি/ দোল যাত্রা/ হোলি/ ইয়াওসাং (২য় দিন)

মার্চ ০৯ – হোলি (পাটনা)

মার্চ ১১ – দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ১২ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ১৯ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ২২ – গুড়ি পাদওয়া / উগাদি / বিহার দিবস / প্রথম নবরাত্রি / তেলেগু নববর্ষ

মার্চ ২৫ – চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ২৬ – রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)

মার্চ ৩০ – রাম নবমী

ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম করা যাবে। ব্যাঙ্কের ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে পালিত উৎসব বা সেই রাজ্যে সংঘটির অন্যান্য অনুষ্ঠানের উপর নির্ভর করে। অর্থাৎ এই ছুটিগুলি রাজ্য বা শহরগুলিতে পৃথক। তবে অনলাইনে সমস্ত কাজ করা যাবে। এই সুবিধা ২৪ ঘণ্টাই চালু থাকবে।

ad

Subhraroop

সম্পর্কিত খবর