কোটি কোটি গ্রাহককে সতর্ক করল RBI, ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন, নইলে পস্তাবেন

বাংলাহান্ট ডেস্ক: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর। আগামী কয়েকদিন যাঁরা ব্যাঙ্কে যাবেন ভাবছেন, তাঁদের জন্য বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ব্যাঙ্কগামী গ্রাহকদের একটি জরুরি তালিকার উপর নজর রাখার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ফেব্রুয়ারিতে ২৮ দিনে মাস শেষ। এমনিতেই দিনের সংখ্যা কম। এর উপর আগামী সপ্তাহে পর পর তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

rbi

এই অবস্থায় ব্যাঙ্ক যাওয়ার আগে অবশ্যই ছুটির তালিকা (Bank Holiday) দেখে নেওয়া উচিত। তাহলে আর অসুবিধায় পড়তে হবে না। আগামী সপ্তাহে কোন কোন দিনে ছুটি ঘোষণা করা হয়েছে, তা জেনে নিন। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্ক বন্ধের দিনগুলির তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। যাতে গ্রাহকদের কোনও প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয়।

রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ব্যাঙ্কগুলি মোট ১০ দিন বন্ধ থাকবে। ব্রাঞ্চ বন্ধ থাকলেও অনলাইনে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে। জানিয়ে রাখি, অনেকগুলি ছুটি বিভিন্ন রাজ্যের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু ক্ষেত্রে দেশজুড়ে একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।

banks india

তাই আপনাকে নিজের রাজ্য অনুযায়ী ছুটির তালিকা দেখে নিতে হবে। তাহলেই আর আপনি অসুবিধায় পড়বেন না। দেশজুড়ে অনেকগুলি ছুটি আঞ্চলিক। তাই রাজ্যের ভিত্তিতে এগুলি দেওয়া হয়ে থাকে। যদিও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এটির ক্ষেত্রে দেশজুড়ে একই নিয়ম। তাই সেগুলিও দেখে নিন।

>> ১৫ ফেব্রুয়ারি – ইম্ফলের ব্যাঙ্কগুলি এ দিন বন্ধ থাকবে কারণ সেখানে লুই-গাই-লি উৎসব পালিত হবে।

>> ১৮ ফেব্রুয়ারি – মহাশিবরাত্রি উপলক্ষে আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, শিমলা ও তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

>> ১৯ ফেব্রুয়ারি – রবিবার হওয়ার ফলে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

>> ২০ ফেব্রুয়ারি – রাজ্য দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

>> ২১ ফেব্রুয়ারি – লোসার উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

>> ২৫ ফেব্রুয়ারি – চতুর্থ শনিবার হওয়ার ফলে দেশজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 

>> ২৬ ফেব্রুয়ারি – রবিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


Subhraroop

সম্পর্কিত খবর