দুঃসংবাদ! লোনের EMI বাড়তে চলেছে জুন মাসেই! কোন ব্যাংকের গ্রাহকদের উপর পড়বে বাড়তি চাপ?

   

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) জুনের প্রথম সপ্তাহে মানিটারি পলিসি কমিটির বৈঠক করেছে। এই বৈঠকের রেপো রেটের উপর পরিবর্তন আনা হয়নি। এই নিয়ে অষ্টম বারের জন্য অপরিবর্তিত থাকল রেপো রেট। অনেক আর্থিক বিশেষজ্ঞ তাই আশা করছিলেন, রেপো রেট অপরিবর্তিত থাকার জন্য ব্যাংক লোনের ইএমআই হয়ত অপরিবর্তিত থাকবে।

তবে বাস্তবে কিন্তু দেখা গেল উল্টো চিত্র। দেশের বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক গৃহঋণের ক্ষেত্রে বৃদ্ধি করল সুদের হার। ব্যাংকগুলি MCLR বৃদ্ধি করার ফলে গাড়ি ও বাড়ির ঋণ এখন আরো মহার্ঘ্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওভার নাইট MCLR 8% থেকে বৃদ্ধি করে 8.10% শতাংশ করা হয়েছে। 1 মাস থেকে 3 মাসের MCLR 8.20 শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 8.30 শতাংশ।

আরোও পড়ুন : পুরোনো হিসেব! ৯ মাসের মাথায় শহীদ বন্ধুর প্রতিশোধ, কোবরা বাহিনীর হাতে নিকেশ ৪ নকশাল

9.30 শতাংশ হয়েছে এক বছরের এমসিএলআর। 2 এবং 3 বছরের MCLR হয়েছে 9.35 শতাংশ। জানা গেছে, নতুন রেট কার্যকর হয়েছে 7 জুন থেকে। পাশাপাশি MCLR রেট বৃদ্ধি করেছে এইচডিএফসি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে নতুন রেট কার্যকর হয়েছে ৭ জুন থেকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন রেট কার্যকর হয়েছে 1 জুন থেকে।

rbi loan

এমসিএলআর-এর সম্পূর্ণ অর্থ মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। এটি নূন্যতম এমন একটি সুদের হার বোঝায়, যে হারের নিচে ব্যাংকগুলি ঋণ দিতে পারে না গ্রাহকদের। নিয়মিত ব্যাংকগুলির পক্ষ থেকে আপডেট করা হয় MCLR। সেইমতো জুন মাসে এম সি এল আর আপডেট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও এসডিএফসি ব্যাঙ্ক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর