বাংলাহান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে কামব্যাক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে তাঁর প্রত্যাবর্তন হতে না হতেই বড়সড় ধাক্কা লাগল ভারতীয় মুদ্রায়। এক লাফে অনেকটাই কমে গেল টাকার দাম। পতন ঠেকাতে একবারে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। তবুও পতন অব্যাহত রয়েছে টাকার। এমতাবস্থায় মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে ভারতীয়দের।
ভারতীয় মুদ্রার দামের পতনে পদক্ষেপ আরবিআই এর (Reserve Bank of India)
জানিয়ে রাখি, বর্তমানে ৮৪ টাকা চলছে এক ডলারের দর। ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রা ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ডলার আরবিআই (Reserve Bank of India) বিক্রি করেছে বলে খবর সূত্রের। জানিয়ে রাখি, টাকার মূল্যবৃদ্ধি করতে এবং পতন ঠেকাতে ডলার কেনাবেচা করতে পারে আরবিআই (Reserve Bank of India)। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের নিরিখে টাকার ক্রমাগত পতন আটকাতে বিগত কয়েক মাস ধরে ডলার কেনাবেচা করেছে আরবিআই।
বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছে আরবিআই: সূত্রের খবর বলছে, প্রথমে টাকার দ্রুত মূল্যায়ন ঠেকাতে আরবিআই (Reserve Bank of India) বেশ কিছু ডলার কিনেছে। এরপর ফের পড়তে শুরু করে টাকার দাম। তখন বেশ কিছু ডলার বিক্রি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মুদ্রার দাম বাড়াতে গত সেপ্টেম্বরের শেষ থেকে এক মাসের মধ্যে আরবিআই ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে।
আরো পড়ুন : মদের দোকানের সামনে কোলা বিক্রি থেকে ‘জনতা এক্সপ্রেস’, কাঞ্চনের প্রথম মাইনে কত ছিল জানেন?
মাঝে বাড়লেও ফের কমেছে টাকার দাম: উল্লেখ্য, বিগত এক মাসের মধ্যে একাধিক বার টাকার দামে উত্থান পতন দেখা গিয়েছে। আরবিআই (Reserve Bank of India) এর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০ ই সেপ্টেম্বর ডলারের নিরিখে টাকার দাম নেমে যায় ৮৩.৯৭ টাকায়। তবে ২০ শে সেপ্টেম্বরের মধ্যেই ফের বেড়ে যায় দাম। ভারতীয় মুদ্রার দাম বেড়ে তখন দাঁড়িয়েছিল ৮৩.৪৯ টাকায়। তবে টাকার দাম পড়তে শুরু করেছে আবার।
আরো পড়ুন : ভালোবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন এই তারকারা, কটা সংসার টিকল?
উল্লেখ্য, আরবিআই ডলার কিনতে শুরু করার পর গত ১৩ ই সেপ্টেম্বর থেকে ২৭ শে সেপ্টেম্বরের মধ্যে ১ হাজার ৬০০ কোটি ডলার থেকে বেড়ে বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৬২০ কোটি ডলার। অন্যদিকে টাকার দামেও পতন দেখা গিয়েছে লাগাতার। গত ২৭ শে সেপ্টেম্বর ভারতীয় মুদ্রার দাম ৮৩.৬৭ টাকা থেকে কমে ৮ ই নভেম্বর দাঁড়িয়েছে ৮৪.৩৪ টাকায়। বলা বাহুল্য, টাকার দামে লাগাতার পতনে চিন্তা বেড়েছে ভারতীয়দের।