বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করে RBI (Reserve Bank Of India) তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি জনগণের কাছে আর্থিক তথ্য আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। যেটির মাধ্যমে RBI গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং আপডেট থেকে শুরু করে আর্থিক তথ্য সরাসরি জনগণের কাছে সহজ উপায়ে পৌঁছে দেবে।
বড় পদক্ষেপ RBI (Reserve Bank Of India)-র:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও এই তথ্যগুলি সহজেই পেতে পারবেন। সারা দেশের মানুষ RBI (Reserve Bank Of India)-র শেয়ার করা QR কোড স্ক্যান করে ওই চ্যানেলটিতে যোগ দিতে পারবেন বলেও জানা গিয়েছে। আসলে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে এটা নিশ্চিত করার চেষ্টা করছে যে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্যগুলি যেন সকলের কাছে সহজলভ্য হয়ে ওঠে।
জনগণকে সচেতন করার জন্যই এই পদক্ষেপ: RBI (Reserve Bank Of India)-র মতে, তারা ইতিমধ্যেই জনগণকে সচেতন করার জন্য টেক্সট মেসেজ, টেলিভিশন এবং ডিজিটাল বিজ্ঞাপনের মতো বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। এমতাবস্থায়, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং জালিয়াতি প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার এই চ্যানেলটি ব্যবহার করবে। এর পাশাপাশি, RBI সাধারণ মানুষকে তাঁদের ব্যাঙ্কিং অধিকারের কথা মনে করিয়ে দিতে এবং পলিসির পরিবর্তন সম্পর্কে অবহিত করতেও এই চ্যানেলের ব্যবহার করা হবে। RBI এটাও আশা করে যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠবে। যেটি সোশ্যাল মিডিয়ায় আর্থিক ভুল তথ্যের বিস্তার কমাবে এবং গ্রাহকদের সচেতন হতেও সহায়তা করবে।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই শেয়ারই তুলবে ঝড়! বিনিয়োগকারীরা হবেন মালামাল, একসময় দাম ছিল মাত্র ৬ টাকা
কীভাবে জয়েন করবেন?
১. RBI (Reserve Bank Of India)-র অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা QR কোডটি স্ক্যান করুন।
২. ওই QR কোড আপনাকে সরাসরি RBI WhatsApp চ্যানেলে নিয়ে যাবে।
৩. ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে “জয়েন”-এ ক্লিক করুন।
আরও পড়ুন: মহিলা ক্রিকেটারকে দেওয়া কথা রাখলেন হার্দিক! টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার পরই দিলেন বিশেষ উপহার
৪. “জয়েন” করার পর, আপনি RBI-এর ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপডেট পেতে শুরু করবেন।
৫. জানিয়ে রাখি যে, RBI (Reserve Bank Of India)-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ৯৯৯৯ ০৪১ ৯৩৫ নম্বরের মাধ্যমে পরিচালিত হয়। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা সঠিক চ্যানেলটি অনুসরণ করছেন কিনা তা নিশ্চিত করার জন্য ওই অ্যাকাউন্টের নামের পাশে ভেরিফায়েড চিহ্নটি পরীক্ষা করে দেখুন।