ছোট ১ টাকার কয়েন কি আর চলবে না? ভারতীয় মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরে ছোট ১ টাকার কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। বহু জায়গায় গ্রহণ করা হচ্ছে না ছোট ১ টাকার কয়েন। অনেক আগে থেকেই ভারতের বাজারে ৫০ পয়সার কয়েন চলে না। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন ভারতের রিজার্ভ ব্যাংক কি সত্যিই এই কয়েনগুলো বাতিল করে দিয়েছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও, গ্রামাঞ্চল বা মফস্বল এলাকায় অনেকেই এই কয়েন গ্রহণ করতে চাইছেন না। গুজবের কারণে গাড়িচালক থেকে দোকানদার, এই ধরনের কয়েন নিতে চাইছেন না অনেকেই।

আরোও পড়ুন : স্নাতক হলেই চাকরি মিলছে মেট্রোয়! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

এমন অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কয়েনগুলি ভারতের বাজারে বৈধ ও কোনগুলি অবৈধ। এই অবস্থায় রিজার্ভ ব্যাংকে বলছে বর্তমানে বৈধতা নেই ২৫ পয়সা বা তার থেকে কম মূল্যের কয়েনের।  অর্থাৎ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা ভারতের বাজারে বৈধ নয়।

আরোও পড়ুন : ভারতের এই শহরগুলিতে আজ ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে পেট্রোল। কলকাতায় কত দাম জ্বালানির?

তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এখনো অবৈধ ঘোষণা করা হয়নি ৫০ পয়সার কয়েনকে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে ৫০ পয়সার কয়েন দিয়ে। পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে ১ টাকার কয়েন, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন দিয়ে।

1606636862 5fc3553e403aa coin

যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করেন তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ (এ) থেকে ৪৮৯ (ই) ধারায় এফআইআর দায়ের করা হতে পারে। তবে রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার ফলে আমজনতা দুশ্চিন্তা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X