ট্রাম্পের এই একটি নীতিই চ্যালেঞ্জের মুখে ফেলবে RBI-কে! প্রভাবিত হবেন ভারতীয়রা, সামনে এল রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ যেখানে, আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির কারণে RBI (Reserve Bank Of India) তথা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনার বিষয় উপস্থাপিত করা হয়েছে। সেখানে এটাও বলা হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট কমাতে অসুবিধায় পড়তে পারে। আসলে, ট্রাম্পের নীতির অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির চাপ RBI দ্বারা সুদের হার কমানোর সময়কে প্রভাবিত করতে পারে।

চ্যালেঞ্জের মুখে পড়বে RBI (Reserve Bank Of India):

ওই রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের পলিসি RBI (Reserve Bank Of India)-এর পলিসিতে শিথিলতার সময়ে সমস্যা তৈরি করতে পারে। যদিও দেশীয় মুদ্রাস্ফীতি কমবে বলে অনুমান করা হয়েছে। তবে, খাদ্যের দামের ওঠানামা এবং ট্রাম্পের পলিসির সম্ভাব্য মুদ্রাস্ফীতির প্রভাবের কারণে এটি দেরি হতে পারে।

Reserve Bank Of India will face challenges this time.

নেতিবাচকভাবে প্রভাবিত: প্রসঙ্গত উল্লেখ্য যে, মুদ্রাস্ফীতির চাপ আর্থিক বাজারে যথেষ্ট প্রভাব ফেলে। রিপোর্ট অনুযায়ী, উচ্চ মুদ্রাস্ফীতি শেয়ার এবং বন্ডের পারফরম্যান্সের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারে। যেমনটি ২০২২ সালে দেখা গেছে। সেই সময়ে মুদ্রাস্ফীতি এবং সুদের হারের দ্রুত বৃদ্ধি উভয় সম্পদের শ্রেণিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

আরও পড়ুন: নিলামে হয়ে গিয়েছে বড় ভুল! এই ৩ টি বিষয় IPL-এ ভোগাবে KKR-কে, মাথায় হাত অনুরাগীদের

বন্ডের কার্যকারিতা হ্রাস: এদিকে, এই পরিস্থিতি বাজারের অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে বন্ডের কার্যকারিতা হ্রাস করতে পারে। যা বিনিয়োগকারীদের বিকল্প কৌশলগুলি বিবেচনা করতে প্ররোচিত করে। প্রতিবেদনে বলা হয়েছে এমন পরিস্থিতিতে, মুদ্রাস্ফীতির পুনরুত্থান স্টক-বন্ড পারস্পরিক সম্পর্ক বাড়াতে পারে এবং ঝুঁকি সম্পদের অস্থিরতার বিরুদ্ধে বাফার হিসেবে বন্ডের কার্যকারিতা হ্রাস করতে পারে।

আরও পড়ুন: করেছেন ১৫,০০০-এর বেশি রান! ভারতের এই ক্রিকেটারের বাবার হল ৭ বছরের জেল, চমকে দেবে কারণ

আসলে এই রিপোর্টটি সামগ্রিকভাবে বর্তমান অর্থনৈতিক পরিবেশের জটিলতাকে তুলে ধরে। যেখানে বিশ্বব্যাপী এবং দেশীয় কারণগুলি আর্থিক নীতির সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারস্পরিকভাবে ক্রিয়া করে। অর্থনীতিতে বৃদ্ধি এবং স্থিতিশীলতার ভারসাম্য বজায় রাখতে বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের এই চ্যালেঞ্জগুলিকে সাবধানে অতিক্রম করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর