আর নেই চিন্তা! এবার ফেব্রুয়ারিতেই বিরাট সুখবর দেবে RBI, সামনে এল আপডেট

বাংলা হান্ট ডেস্ক: যাঁরা বিগত ২ বছর ধরে EMI কমার জন্য অপেক্ষা করছেন তাঁরা আগামী মাসে সুখবর পেতে পারেন। মূলত, গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় আগামী মাসে সম্পন্ন হতে চলা RBI (Reserve Bank Of India)-র মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত অনুমোদন হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগামী মাসেই সুসংবাদ দিতে পারে RBI (Reserve Bank Of India):

আসলে, ডিসেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই নিয়ে টানা দ্বিতীয় মাস খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এই পতনের খবরের সাথে সাথে রেটিং এজেন্সি Crisil একটি বিবৃতি জারি করে বলেছে যে সুদের হার কমানোর সময় ঘনিয়ে এসেছে।

Reserve Bank Of India will give big news in February.

ফেব্রুয়ারিতে MPC-র বৈঠক: Crisil-এর অনুমান অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি থেকেই RBI (Reserve Bank Of India) স্বস্তি দিতে পারে। নির্ধারিত সূচি অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী। মনিটারি পলিসি কমিটির বৈঠক আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। RBI-এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার দায়িত্ব নেওয়ার পর এই বৈঠক হবে প্রথম বৈঠক।

আরও পড়ুন: ফিরিয়ে নেওয়া হচ্ছে মনু ভাকেরের দু’টি অলিম্পিক মেডেল! কারণ জানলে হয়ে যাবেন “থ”

এদিকে, গ্রোথের হারে হ্রাসের পর সরকারও এখন সুদের হার কমানোর অপেক্ষায় রয়েছে। বেসরকারি সেক্টরগুলিও ঋণ দেওয়ার জন্য প্রস্তুত ব্যাঙ্কগুলির কাছে যাওয়ার আগে ঋণ সস্তা হওয়ার অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় Crisil-এর এহেন বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেখানে বলা হয়েছে, এই খাতে উৎপাদন বাড়ালে আগামী সময়ে খাদ্য মুদ্রাস্ফীতির হার কমতে পারে। জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত খাদ্য মুদ্রাস্ফীতির কারণে মুদ্রাস্ফীতি কমানো যায়নি এবং সুদের হারও হ্রাস হয়নি। Crisil-এর বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সারা বিশ্বের অর্থনীতিতে সুদের হার কমানো হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতও বেশি দিন একই স্তরে রাখতে পারবে না।

আরও পড়ুন: AI ক্যামেরার নজর এড়িয়ে আর ঘটবেনা দুর্ঘটনা! যাত্রীদের সুরক্ষায় এবার বিরাট পদক্ষেপ রেলের

মুদ্রাস্ফীতির হার হ্রাস থেকে পজেটিভ সংকেত: তবে, এটাও স্পষ্ট করা হয়েছে যে পরিবর্তিত পরিবেশে RBI (Reserve Bank Of India)-এর MPC কতটা সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে তা নিশ্চিত নয়। Crisil-এর মতে, ট্রাম্পের নীতি সম্পর্কে উদ্বেগের মধ্যে, এসএন্ডপি গ্লোবাল ২০২৫ সালে ফেডারেল রিজার্ভের দ্বারা করা সম্ভাব্য হ্রাসের অনুমান কমিয়েছে। কিন্তু এত কিছুর পরও বিশ্বজুড়ে ব্যবসার পরিবেশ হার কমানোর পক্ষে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, GDP-র সাম্প্রতিক অগ্রিম অনুমানে ধীরগতির লক্ষণ রয়েছে। এমন পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির হার কমার পাশাপাশি এই পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে যে রেট কমানো আর এড়ানো যাবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর