বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, ভারত (India) এবং দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank Of India)-এর প্রসঙ্গে একটি বড় সুখবর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ২০২৪ সালের জন্য “রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪” পুরস্কার প্রদান করা হয়েছে।
ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে RBI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য উপস্থাপিত করেছে। ওই পোস্টে বলা হয়েছে, রিক্স কালচারের বিষয়ে সচেতনতার জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পুরস্কার পেয়েছে। RBI-এর তরফে এই পুরস্কার এক্সিকিউটিভ ডাইরেক্টর মনোরঞ্জন মিশ্র হাতে তুলে নেন।
The Reserve Bank of India has been awarded the Risk Manager of the Year Award 2024 by Central Banking, London, UK.
RBI was awarded the best risk manager for improving its risk culture and awareness.
Executive Director Shri Manoranjan Mishra received the award on behalf of the… pic.twitter.com/r9nmpWgQqn
— ReserveBankOfIndia (@RBI) June 16, 2024
RBI-এর কারণে চাঙ্গা হয়েছে বাজার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, RBI-এর সুদের হার পরিবর্তন না করার সিদ্ধান্তের কারণে, কিছু সেক্টরে অসাধারণ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ব্যাঙ্কিং থেকে শুরু করে, ফিন্যান্স, অটো এবং রিয়েল এস্টেট সেক্টরে শেয়ারের বৃদ্ধি হয়েছে ৯.৫ শতাংশ পর্যন্ত। এদিকে, RBI তার জুনের মুদ্রানীতিতে রেপো রেট ৬.৫ শতাংশে বজায় রেখেছে।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই BSE সেনসেক্সে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ ৪২৩.২৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যেখানে শুধুমাত্র একদিনেই ভ্যালুয়েশন বৃদ্ধি পেয়েছে ৭.৩৮ লক্ষ কোটি টাকা। এদিকে, শেয়ার মার্কেটে এহেন উত্থান সেই সময়ে পরিলক্ষিত হয়েছিল যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত ৪ জুন দেশের ৫ কোটি খুচরো বিনিয়োগকারীর ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতির বিষয়টিকে সবচেয়ে বড় শেয়ার মার্কেট কেলেঙ্কারি বলে অভিযোগ করেছেন। যদি আমরা পৃথক পৃথকভাবে শেয়ারগুলি দেখি সেক্ষেত্রে উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, টিসিএস এবং এইচসিএল টেকের শেয়ারগুলি দুর্দান্ত লাভ পরিলক্ষিত করেছে।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! মাংস খেকো ব্যাকটেরিয়া ডেকে আনছে বড় বিপদ, ৪৮ ঘন্টার মধ্যেই হবে মৃত্যু
RBI একটি স্পেশাল ইন্টালিজেন্স সিস্টেম তৈরি করছে: জানিয়ে রাখি যে, RBI-এর মুদ্রানীতি ঘোষণা করার সময়ে গভর্নর শক্তিকান্ত দাস ডিজিটাল পেমেন্ট জালিয়াতির ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে, এই ধরণের প্রতারণা থেকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে রক্ষা করা দরকার। তাই, RBI একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করার প্রস্তাব করেছে। যা নেটওয়ার্ক স্তরেই ইন্টেলিজেন্স পর্যবেক্ষণ করবে। শুধু তাই নয়, এটি রিয়েল টাইমে সমগ্র ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ডেটা শেয়ার করবে।
আরও পড়ুন: সুপার এইটে এই তিন প্লেয়ার ডোবাবে ভারতকে, ভেঙে দেবে টিম ইন্ডিয়ায় কাপ জয়ের স্বপ্ন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্ল্যাটফর্মের ডেভেলাপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি এই প্ল্যাটফর্ম এবং এর কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন দিক পরীক্ষা করবে। ET-র খবর অনুযায়ী, এই কমিটির চেয়ারম্যান হতে পারেন অভয় হোতা। যিনি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের প্রথম সিইও ছিলেন।