বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় ঘোষণা করেছে RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। মূলত, এবার ১০ বছর বয়স হলেই নাবালক-নাবালিকাদের স্বাধীনভাবে সেভিংস/এফডি অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে RBI। এই প্রসঙ্গে পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক অপ্রাপ্তবয়স্কদের সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনার বিষয়ে সংশোধিত নির্দেশিকা জারি করেছে। ব্যাঙ্কগুলিকে জারি করা সার্কুলারে বলা হয়েছে যে, যেকোনও বয়সের নাবালকরা তাদের স্বাভাবিক বা আইনি অভিভাবকের মাধ্যমে সেভিংস এবং এফডি অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে।
বড় পদক্ষেপ RBI (Reserve Bank Of India)-র:
বিজ্ঞপ্তিতে আর কী বলা হয়েছে: রিপোর্ট অনুযায়ী, নতুন সংশোধনীতে বলা হয়েছে যে, নাবালকরা মাকে অভিভাবক হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি পেতে পারে। সার্কুলারে বলা হয়েছে যে, ১০ বছরের কমবয়সী নাবালকদের স্বাধীনভাবে সেভিংস/এফডি অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করার অনুমতি দেওয়া যেতে পারে।
RBI (Reserve Bank Of India) আরও জানিয়েছে, ব্যাঙ্কগুলি তাদের ঝুঁকি ব্যবস্থাপনা নীতি বিবেচনা করে যে আর্থিক পরিমাণ এবং শর্তাবলী নির্ধারণ করতে পারে। যদি তারা তা করতে চায়, সেক্ষেত্রে এই ধরনের শর্তাবলী অ্যাকাউন্ট হোল্ডারকে যথাযথভাবে জানানো হবে। এছাড়াও, নাবালক প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, অ্যাকাউন্ট হোল্ডারের নতুন পরিচালনা নির্দেশাবলী এবং স্যাম্পল সিগনেচার সংগ্রহ করে রেকর্ডে রাখতে হবে।
আরও পড়ুন: ৮ ম্যাচে ৫ টি পরাজয়! গুজরাটের বিরুদ্ধে হেরে আরও সঙ্কটে KKR! পৌঁছতে পারবে প্লে-অফে?
যেন ওভারড্র করা না হয়: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ব্যাঙ্কগুলি তাদের ঝুঁকি ব্যবস্থা নীতি, গ্রাহকের উপযুক্ততার ওপর ভিত্তি করে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টহোল্ডারদের অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধা যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেক বইয়ের মতো সুবিধা ইত্যাদি প্রদান করতে পারবে। তবে, ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে যে, নাবালকদের অ্যাকাউন্ট স্বাধীনভাবে বা অভিভাবকের মাধ্যমে পরিচালিত হোক না কেন, তাতে যেন ওভারড্র করা না হয় এবং সর্বদা ক্রেডিট ব্যালেন্স থাকে।
আরও পড়ুন: ফের মন জিতলেন কোহলি! ভারতের এই তরুণ ক্রিকেটারকে দিলেন “বিরাট” উপহার
নাবালকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের যথাযথ খোঁজ নেবে এবং সেই বিষয়ে সচেতন হবে। RBI (Reserve Bank Of India) ব্যাঙ্কগুলিকে ১ জুলাই, ২০২৫-এর মধ্যে এই সংশোধিত নির্দেশিকা অনুসারে নতুন নীতি তৈরি করতে বা বর্তমানে থাকা নীতিগুলি সংশোধন করতে বলেছে।