বাংলা হান্ট ডেস্কঃ ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নৈহাটি থেকে হাড়োয়া, মেদিনীপুর থেকে মাদারিহাট, প্রত্যেকটি আসনে ফুটেছে ঘাসফুল। এই আবহে সোমবার বিকেলে কালীঘাটের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসতে চলেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার সাংগঠনিক স্তরে রদবদল করতে পারে জোড়াফুল শিবির।
কর্মসমিতির বৈঠকে বড় রদবদলের পথে তৃণমূল (Trinamool Congress)?
২০২৪ লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনে চোখধাঁধানো ফলাফল করেছে রাজ্যের শাসক দল। আরজি কর আন্দোলনের ছায়া ভোটবাক্সে পড়েনি। কিন্তু তা সত্ত্বেও দলের নানান স্তরের নেতাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বলে খবর। সেদিকে নজর রেখে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাই সাংগঠনিক স্তরে কয়েকটি রদবদল করতে পারে জোড়াফুল শিবির (TMC)।
আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ শীর্ষস্তরের একাধিক নেতা। অনুমান করা হচ্ছে, এই বৈঠকেই সংগঠনকে ঢেলে সাজানোর নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। তাই এদিনের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ বিকাশকে ছাড়া হবে না! কয়লা পাচার মামলায় চার্জ গঠনের আগে বিচারক যা করলেন … শোরগোল!
আসলে লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক (Abhishek Banerjee) পরিষ্কার করে দিয়েছিলেন, এবার থেকে দলের পদাধিকারীদের পারফরম্যান্সই শেষ কথা বলবে। পারফরম্যান্সের ভিত্তিতে কার কী দায়িত্ব থাকবে সেটা নির্ধারিত থাকবে। শোনা যাচ্ছে, বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার আগে দলীয় সংগঠনে রদবদলের একটি খসড়া বানিয়ে দলনেত্রীকে দিয়ে গিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রিপোর্ট বলছে, অভিষেকের দেওয়া সেই খসড়া অনুসারে মমতার সিদ্ধান্ত নেওয়ার কথা। তৃণমূল (Trinamool Congress) নেত্রী কি সেই তালিকা অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? আজ জাতীয় কর্মসমিতির বৈঠকেই কি সাংগঠনিক রদবদল সংক্রান্ত নির্দেশ দিতে পারেন দলনেত্রী? এখন এসব নিয়েই চলছে জোর জল্পনা।