বাংলাহান্ট ডেস্ক : মদের আসরে বচসার জেরে প্রাণ গেল এক যুবকের। পানিহাটির গঙ্গার চর থেকে ওই যুবকের মৃত্দেহ উদ্ধার হলো আজ। ঘটনায় সন্দেহের তীর চার বন্ধুর দিকে। অভিযোগ মদের আসরে বচসার জেরে চার বন্ধু ওই যুবকের গলার নলি কেটে গঙ্গার চড়ে পুঁতে দিয়েছে। ঘটনায় অভিযুক্ত চার বন্ধুকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর রবিবার এই চার অভিযুক্তকে আদালতে তোলা হবে।
সূত্রের খবর, রবিবার সকালে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ আবিষ্কার করেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে মৃত যুবকের নাম ভান্ডারী। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে দেয় তারা। ভান্ডারীকে খুনের সন্দেহে তার চার বন্ধু মুস্তাক, সূর্য, লাল্লু এবং নিবেদকে পুলিশ আটক করেছে।বেলঘরিয়া-কামারহাটি এবং আগরপাড়া অঞ্চল থেকে এই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার তদন্ত নেমে পুলিশ মনে করছে যে ভান্ডারী অভিযুক্ত চার বন্ধুর সাথে গঙ্গার চড়ে বসে মদ্যপান করেছিলেন। সেই সময় বাকিদের সাথে বচসায় জড়িয়ে পড়েন ভান্ডারী। সন্দেহ এরপরই চার বন্ধু ভান্ডারীর গলার নলি কেটে তাকে গঙ্গার চড়ে পুঁতে দেয়।
এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ বলেছেন, “শুনেছি মদের আসরে বেশ কিছু ছেলে ঝামেলায় জড়িয়ে পড়ে। এরপর একটি খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। চেষ্টা করব যাতে সাধারণ মানুষের সুরক্ষার জন্য গঙ্গার ঘাটে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।”