বাংলা হান্ট ডেস্ক : বাসে, ট্রেনে মত্ত আপনি পর্ণগ্ৰাফিতে, সাবধান!নজর রাখছে ফেসবুক গুগল আপনার এই উদ্দামতায়।ভাববেন না আপনার এই কীর্তি সবার নজর এড়িয়ে যাচ্ছে, ফেসবুক গুগল এমনকি ওরাকেল ক্লাউড নিঃশব্দে আপনার দিকে দৃষ্টিপাত করছে।
প্রসঙ্গত জানা যায় মাউক্রোসফট, কার্নেজ মেলন বিশ্ববিদ্যালয় ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষায় এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেখানে ২২,৪৮৪ টি পর্নোগ্রাফি ওয়েবসাইটের উপর তদন্ত করা হয়েছিল।
যেখানে ৯৩ শতাংশ পেজের উপর নজরদারি চালানো হয়েছে। এর ফলে যারা ওই সাইটগুলিতে ঢুকেছেন, তাঁদের পরিচয় প্রকাশ্যে চলে এসেছে। জানা গেছে গুগল ৭৪ শতাংশ ওয়েবসাইটে নজরদারি চালিয়েছে।
ওরাকেল ২৪ শতাংশ এবং ফেসবুক ১০ শতাংশ। সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে এক্সো ক্লিক (৪০ শতাংশ), জুসি এডস (১১ শতাংশ), এরো অ্যাডভার্টাইজিং (৯ শতাংশ)।আপনার এখন পালা সাবধানতার।