‘আপনার দল ক্ষমতায় এলে…’, তরুণজ্যোতি তিওয়ারিকে যা বললেন হাইকোর্টের বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) যেতে বাধা, আর তারপরই গ্রেফতার! এবার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্য (Delhi fact finding committee Members Arrested)। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। তার গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা।

এদিন মামলা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এদিন মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “সন্দেশখালিতে শাসক দলের নেতা মন্ত্রীদের অবাধে যেতে দিচ্ছে পুলিশ, তবে বাকিদের আটকানো হচ্ছে।”

   

এ কথা শুনে পাল্টা প্রতিক্রিয়ায় বিচারপতি চন্দ বলেন, “সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের রাজ্য পুলিশ আটকাবে না। তাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে তারাও একই কাজ করবে।” মঙ্গলবার দুপুর ৩টায় মামলার শুনানি।

কী ঘটেছিল? মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে গত ২৫ ফেব্রুয়ারী সন্দেশখালির উদ্দেশে রওনা দেয় দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
তবে রাস্তায় ভোজেরহাটে আটকে দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে এই যুক্তি দেখিয়ে গন্তব্যের ৫২ কিমি আগে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের আটকে দেওয়া হয়। পুলিশি বাধায় পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরই টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় ওই সদস্যদের।

আরও পড়ুন: শাহজাহানের সূত্র ধরে ED দফতরে হাজির রহস্যময়ী রমণী! মহিলার বাবার পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

ওই ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নারসিমা রেড্ডি, জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম রেজিস্ট্রার রাজপাল সিং, ওপি ব্যাস, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কনসালট্যান্ট ভাবনা বাজাজ এবং বর্ষীয়ান সাংবাদিক সঞ্জীব নায়ক।

পুলিশ বাধা দেওয়ায় ওই টিমের সদস্যরা জানান, তারা কোনও রকম আইন ভাঙবেনা না। যে এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে তাদের মধ্যে শুধুমাত্র ২ জন ওই গ্রামে ঢুকবেন। তবে তাদের দাবি মানেনি পুলিশ। মাঝ রাস্তা থেকেই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর