এই তিন ক্রিকেটারের জার্সি নম্বর আজও তাদের নিজ দেশে অব্যবহৃত, অবসরেই থাকবে সেগুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতে ক্রিকেটকে ধর্মের সমান মনে করা হয় আর এখানে এমন ক্রিকেটভক্তদের অভাব নেই যারা ক্রিকেটারদের ঈশ্বরের পর্যায়ে মর্যাদা দিতে কার্পণ্য করেন না। ভারতের ক্রিকেটের ইতিহাস ঘাটলে এমন বেশ কিছু তারকা ক্রিকেটারের নাম উঠে আসবে যারা ব্যাট বল হাতে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটপ্রেমীদের না গোটা বিশ্বের মন জয় করেছেন। তারপর তাদের সম্মান জানাতে তাদের জার্সি নম্বর গুলিকে চিরতরে অবসরে পাঠানো হয়েছে। থাক ওই জার্সি নম্বর আর কেউ ব্যবহার করেন না এখন। এই রীতি শুধু ভারতে নয় গোটা পৃথিবীতেই রয়েছে। আজ আমরা এমন কিছু ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব যাদের ওই জার্সি নম্বর আর এখন অন্য কেউ ব্যবহার করেন না।

hughes

ফিলিপ হিউজ: অজি ক্রিকেটার ফিলিপ হিউজের কথা অনেকেরই মনে আছে। তিনি ক্রিকেট মাঠেই একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া তার ৬৪ নম্বর জার্সি থেকে স্থায়ীভাবে অবসর দিয়েছে অর্থাৎ আর কোন অস্ট্রেলিয়া ক্রিকেট জার্সি গায়ে মাঠে নামবেন না।

paras

পারস খড়কা: নেপালের ক্রিকেটের সবচেয়ে বড় মুখ পারসের কথা অনেকেই হয়তো জানেন না। কিন্তু আজ নেপালের ক্রিকেট ভেতর হয়েছে তাতে বড় অবদান রয়েছে পারাসের। ২০২১ সালের আগস্টে তিনি তপস্যার ঘোষণা করেন ক্রিকেট থেকে। নেপালের হয়ে ৭৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলতেন তিনি তিনি অবসর নেওয়ার পর থেকে নেপালের ক্রিকেটে তার বিশেষ অবদানের কথা মাথায় রেখেই সেই দেশের ক্রিকেট বোর্ড তার জার্সিটিকে চিরতরে অবসর পাঠিয়েছে।

সচিন টেন্ডুলকার: ভারত তথা বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ ক্রিকেটার সচিন টেন্ডুলকার ১০ নম্বর জার্সি গায়ে ভারতের হয়ে খেলতেন। শুধুমাত্র ভারতেই নয় গোটা ক্রিকেটবিশ্ব তার অগুণিত ভক্ত বর্তমান। তাই ২০১৩ সালে তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তখন তারা ১০ নাম্বার জার্সি থেকে চিরতরে অবসরে পাঠানো হয়। যদিও মাঝে কিছুদিন শার্দুল ঠাকুর ওই ১০ নম্বর জার্সি পড়লেও ভক্তদের ক্ষোভের কারণে ফের জার্সিটিকে অবসরে পাঠানো হয়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর