বাংলা হান্ট ডেস্ক : উত্সবের মরসুমেই সুখবর, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷মঙ্গলবার নবান্নের তরফ থেকে নতুন পেনশন কাঠামোর নির্দেশিকা জারি হল৷ যদিও এ বছর নয় আগামী বছরের জানুয়ারি মাস থেকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত পেনশন লাগু হবে তাই এত দিন অবধি রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে বেসিক পেতেন তার থেকে2.57 গুণ বেশি পেনশন পাবেন৷ অর্থাত্ ন্যূনতম পেনশন গিয়ে দাঁড়াবে 8500 ঢাকা৷
এর পাশাপাশি সর্বোচ্চ পেনশনের পরিমাণ 35 হাজার টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ্য পাঁচশো হাজার টাকা করা হয়েছে নবান্নের তরফ থেকে৷ তবে শুধু এখানেই শেষ নয় যে সমস্ত পেনশনভোগীদের বয়স 80-85 বছরের মধ্যেই তারা বর্ধিত পেনশনের ওপর আরও কুড়ি শতাংশ বেশি পাবেন আবার 85-90 বছর বয়সী পেনশনভোগীরা তার থেকে আরও দশ শতাংশ বেশি পেনশন পাবেন, 90-95 বছর বয়সী পেনশনভোগীরা অতিরিক্ত চল্লিশ শতাংশ পেনশন পাবেন৷ আবার কোনও পেনশন ভোগীর বয়স যদি 100 পেরিয়ে যায় সে ক্ষেত্রে তাঁর পেনশনের পরিমাণ একশ শতাংশ বৃদ্ধি পাবে৷
13 সেপ্টেম্বর তারিখ সেই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে যে সভার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন৷ এর পাশাপাশি সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে রাজ্যে মহার্ঘ ভাতা চালু না হলেও রাজ্য সরকারি কর্মচারীরা যে একাধিক ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন সেই সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরে মুখ্যমন্ত্রী কর্মীদের স্বার্থে পেনশন তুলে দেননি বলে জানিয়েছেন৷