বাংলা হান্ট ডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে জনতার কাটমানি ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ব্ল্যাক মানি ফেরতের দাবিতে হুঁশিয়ারি দিলেন একুশে জুলাই এর মঞ্চ থেকে। যাকে কেন্দ্র করে ছাব্বিশ ও সাতাশ তারিখ পথে নামবে তৃণমূল। এদিন মমতা বলেন,‘‘আমি মহৎ উদ্দেশ্য নিয়ে বললাম। বিজেপি বলছে টাকা ফিরিয়ে দাও। তুই সবচেয়ে বড় ডাকাত ৷’’ ব্ল্যাকমানি ফেরতের দাবিতে বিজেপির বিরুদ্ধে মমতার এই স্লোগানই এবার এগিয়ে নিয়ে যাবে তৃণমূল।
শুধু তাই নয় গতকাল তৃণমূল সুপ্রিমো বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‘কতগুলো কুচো চিংড়ি আর ল্যাটা মাছ। বড় বড় কথা। ২৬-২৭ জুলাই প্রোগ্রাম নিচ্ছি। বলুন ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। কোথা থেকে পেলে এত টাকা? কীভাবে হল ফাইভ স্টার পার্টি অফিস? নোটবাতিলের পর টাকা লুঠ। ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। বল্কে ব্লকে মিছিল করতে হবে। বিজেপি ব্ল্যাকমানি ফিরিয়ে দাও……১৫ লক্ষ টাকা করে আগে ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও…ফিরিয়ে দাও…ফিরিয়ে দাও…এটা হবে আমাদের আন্দোলনের স্লোগান৷’’
শুধু এখানেই থেমে যাননি মমতা, নরেন্দ্র মোদির উজালা প্রকল্পকে নিশানা করে তিনি বলেন, ‘‘উজালা কাটমানির হিসাব দাও। উজালার কাগজ বের করব? কী গামছাবাবু? আপনার কর্মীরাই কাগজ পাঠিয়ে দিয়েছে। চোরের মায়ের বড় গলা। উজালা কেসে তদন্ত হবে৷’’
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে তৃনমূলকে খানিকটা কোণঠাসা করে বাংলায় ঢুকে পড়ে বিজেপি, দলে দলে তৃণমূল কর্মীরা যোগ দিতে থাকেন বিজেপিতে যদিও অনেকে আবার ফিরেও এসেছেন। একুশের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়েও কটাক্ষ করেন বিজেপিকে। তৃণমূলনেত্রী দলীয় কর্মীদের নির্দেশ দেন ‘কোমর বেঁধে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে’।