বাংলাহান্ট ডেস্ক : ভারতের এই যুবক শুধুমাত্র চা বিক্রি করে প্রতিমাসে রোজগার করছেন ছয় লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয়দের সাথে চায়ের সম্পর্ক রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। তারপর থেকে প্রত্যেকের কাছে চা হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। বন্ধুদের সাথে আড্ডা হোক কিংবা কাজের চাপের ফাঁকে একটু বিশ্রাম, আমাদের সর্বক্ষণের সঙ্গী এই চা।
কেউ ভালোবাসেন দুধ চা, আবার কারোর পছন্দ লিকার। এছাড়াও বিভিন্ন ধরনের চা রয়েছে। তবে আমরা আজ যে যুবকের কথা বলছি তিনি চা বিক্রি করেই প্রতি মাসে রোজগার করছেন লাখ লাখ টাকা। মহারাষ্ট্রের (Maharashtra) পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় শহরের বাসিন্দা রেভান শিন্দে। রেভান প্রথম জীবনে চৌকিদারের কাজ করতেন। তাতে অল্প টাকা বেতন পেলেও সংসার চলে যেত কোনও মতে।
আরোও পড়ুন : আর মাত্র ২ বছর! ২০২৬ সালেই সব শেষ! প্রকাশ্যে এল পৃথিবীর ধ্বংস নিয়ে চমকে দেওয়া ভবিষ্যৎবাণী
তবে একদিন সেই চাকরি চলে যায় তার। তারপর কী করবেন ভেবে না পেয়ে একটি ক্যাফে খোলেন রেভান। তবে লকডাউনের কারণে সেটিও বন্ধ করতে হয় তাকে। তারপর আত্মবিশ্বাস না হারিয়ে রেভান শুরু করেন একটি স্টার্টআপ। আর এই উদ্যোগই বদলে দেয় রেভানের জীবন। এই যুবক স্টার্টআপের নাম দেন ‘চলতা বোলতা টি’। আর এখান থেকেই রেভানের প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয়। পুনেতে এখন বিশাল জনপ্রিয় এই তরুণ চা বিক্রেতা (Tea Seller)।
রেভান মাত্র কুড়ি কাপ চা দিয়ে ২০২০ সালে শুরু করেন ব্যবসা। এরপর ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়তে শুরু করে। ব্যবসার প্রথমে পথচারীদের বিনামূল্যে চা খাওয়াতেন রেভান। তারপর ধীরে ধীরে সবাই প্রেমে পড়ে যান রেভানের চায়ের। বর্তমানে শতাধিক অফিসে চা সরবরাহ করেন তিনি। এই কাজে তাকে সাহায্য করেন প্রায় ১০ জন। রেভান জানিয়েছেন তিনি প্রতিদিন ৭০ লিটার চা সরবরাহ করেন।