বাংলাহান্ট ডেস্কঃ নিজের দলের বিরুদ্ধে মুখ খুললেন আসানসোলের মুখ্য পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তৃণমূলের এই আধিকারিক পূর্বে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে চিঠি প্রকাশ করে এবার সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে। তাঁর কথায় ফুটে উঠল দলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বললেন, ‘উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ সবটাই পায় কলকাতা ও বিধাননগর। তাহলে আসানসোলের মানুষ কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে?’
ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে চিঠি
সম্প্রতি জিতেন তিওয়ারির লেখা একটি চিঠি সামনে আসে। সোমবার পাওয়া এই চিঠিতে দেখা যায়, ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা হয়েছে। সেখানে লেখা ছিল- কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প থেকে আসানসোলকে বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক টানাপড়েনেই আসানলোকে বঞ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের অসহযোগিতার কারণে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের ১,৫০০ কোটি টাকাও ফেরত চলে গিয়েছে’।
ফিরহাদ হাকিম (Firhad Hakim) চিঠির বিষয়ে কিছু জানে না এবং বিজেপির পক্ষ নিয়ে জিতেন্দ্র তিওয়ারি এইসব বলছেন, এরকমও অভিযোগ উঠেছে। সে বিষয়ে সুর চড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আমি যদি বলি ইমরান খানের কথায় উনি চলছেন, পাকিস্তানের কথায় উনি চলছেন’।
দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জিতেন্দ্র
দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আসানসোলের মুখ্য পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি বললেন, ‘আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব যাচ্ছে। কিন্তু উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, সুযোগ সুবিধা পাওয়ার বেলায় শুধু বিধাননগর আর কলকাতা সব পাবে? আর এখানকার মানুষ কি তাকিয়ে দেখবে?’
জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে এখনও ৫ থেকে ৬ মাস সময় আছে। এই সময়ের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করতে পারলে, মানুষ নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। নাহলে মানুষ পাশে না থাকেল, নির্বাচনে হারের পর আমাকেই তো জেলা সভাপতি হিসাবে সব দায় মাথায় নিতে হবে’।