ছুটি কাটিয়ে জুটি বাঁধছেন রেজওয়ান-ইন্দ্রাণী, ‘নবাব নন্দিনী’র প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত দর্শকরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়াল (Bengali Serial) আসা মানেই দর্শকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। পুরনো কোন সিরিয়ালের উপরে খাঁড়ার কোপ পড়বে। স্টার জলসায় নতুন নতুন দুটো সিরিয়াল শুরু হতে চলেছে। এক্কা দোক্কা আর নবাব নন্দিনী (Nabab Nandini)। রেজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh) আর ইন্দ্রাণী পাল (Indrani Paul) জুটি বাঁধতে চলেছেন নবাব নন্দিনী সিরিয়ালে।

নবাব নন্দিনীর গল্প এক ফুটবলার এবং এক জেদী মেয়েকে নিয়ে। নবাবের বাড়ি ‘গীতবিতান’এ কাজ নিয়ে এসে পৌঁছায় নন্দিনী। বাড়ির মালকিনের পার্সোনাল অ্যাসিস্ট‍্যান্ট হিসাবে কাজে যোগ দিয়েছে সে। কিন্তু এসেই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় নন্দিনী।


আর তাতেই ক্ষুব্ধ মালকিন। রেগেমেগে ফুল ভর্তি থালা ছুঁড়ে মারলেও সেটা লুফে নেয় নবাব ও নন্দিনী। প্রোমোতেই আভাস দেওয়া হয়েছে, ভবিষ‍্যতে দুজনের মধ‍্যে বিশেষ কোনো সম্পর্ক তৈরি হতে চলেছে। তবে সব মিলিয়ে নতুন সিরিয়ালের প্রোমো বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

এই সিরিয়ালের হাত ধরেই আবারো পর্দায় ফিরছেন রেজওয়ান এবং ইন্দ্রাণী। এর আগে সাঁঝের বাতি সিরিয়ালে মুখ‍্য চরিত্রে দেখা যেত তাঁকে। বেশ কয়েক মাস হল শেষ হয়ে গিয়েছে সিরিয়ালটি। অন‍্যদিকে বরণ সিরিয়ালের নায়িকা ছিলেন ইন্দ্রাণী। দুজনেই কয়েক মাসের বিরতির পর নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছেন।


সদ‍্য প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের প্রোমো। প্রিয় আর্য আর তিথিকে দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। তবে অনেকে মন্তব‍্য করেছেন, রেজওয়ানের বিপরীতে দেবচন্দ্রিমা আর ইন্দ্রাণীর বিপরীতে সুস্মিতকে মিস করছেন তারা। তবে নতুন জুটিকে দেখতে বেশ আগ্রহীও দর্শকরা।

https://www.instagram.com/tv/CfYkIRRh0HO/?igshid=YmMyMTA2M2Y=

প্রথম ঝলক প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের। কোন সময়ে সিরিয়ালটি দেখা যাবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি চ‍্যানেলের তরফে। তবে দর্শকদের আর্জি, মন ফাগুনের টাইম স্লট যেন বদলানো না হয়। উপরন্তু এক্কা দোক্কা সিরিয়ালটিও রয়েছে। কখন কোন সিরিয়ালকে রাখা হবে তা এখনো স্পষ্ট নয়।

সম্পর্কিত খবর

X