বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় (RG Kar Case) গ্রেফতার হয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mondal)। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এবার তিনিই জামিনের আবেদন জানিয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। নিম্ন আদালতের পর এবার উচ্চ আদালতে ছুটলেন অভিজিৎ!
আরজি কর মামলায় (RG Kar Case) সিবিআইয়ের হাতে গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি
শিয়ালদহ আদালতে আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের মামলার শুনানি চলছে। গত ১৮ নভেম্বর সিবিআইয়ের বয়ানকে ‘অস্ত্র’ করেই অভিজিতের জামিন (Bail) চেয়ে সওয়াল করেছিলেন তাঁর আইনজীবী। আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। এবার ওই একই যুক্তিতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী।
এর আগে আরজি কর চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা আদালতে উল্লেখ করেছিল সিবিআই। এই বিষয়ে তদন্তে নেমে বাজেয়াপ্ত করা ৫টি হার্ড ডিস্ক আবারও পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানায় তারা। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সি বলে, ধর্ষণ খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামে নির্দিষ্টভাবে এখনও বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। সিবিআইয়ের এই বয়ানকে হাতিয়ার করেই এবার জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন অভিজিতের আইনজীবী।
আরও পড়ুনঃ ‘এটাই প্রত্যাশিত…’! নিয়োগ দুর্নীতি মামলায় জামিন! এবার বোমা ফাটালেন শান্তনু
এদিন হাইকোর্টে টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী বলেন, ‘আমরাও জাস্টিস পাওয়ার জন্য আদালতে এসেছি। এটা মোঘল রাজ না। বাদশা বলে দিলেই হবে না কে কে জেলে থাকবে। এটা আদালত’। আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার সেকশন ৬৪, ৬৬ এবং ১০৩-এ অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। আজ আদালতে টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী বলেন, ধর্ষণ হত্যার অভিযোগে (RG Kar Case) তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়নি। তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনায় গ্রেফতার করা হয়েছে।
অভিজিতের আইনজীবীর কথায়, ‘গ্রেফতার করার পর প্রথম দিনের আবেদনপত্রে সিবিআই জানিয়েছিল, ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়নি। তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনায় এই গ্রেফতারি। এরপর ৭৩ দিন কেটে গিয়েছে। এখনও অবধি অভিজিতের নামে কোনও চার্জশিট দেওয়া হয়নি। নতুন কোনও সেকশনও যুক্ত করা হয়নি। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে কেন এভাবে আটকে রাখা হবে? জামিন কেন মিলবে না?’