নির্যাতিতার ফোন থেকে ডিলিট ডেটা? কী এমন ছিল? CBI তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর দেখতে দেখতে একমাস হয়ে গেল। আগস্ট মাসে ঠিক এইদিনেই হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। সর্বোচ্চ আদালতে সিবিআই কী তদন্ত রিপোর্ট দেয় সেদিকে নজর সকলের। এই আবহে এবার নির্যাতিতার (RG Kar Case) মোবাইল ফোন নিয়ে বিস্ফোরক দাবি করল সিবিআই!

  • আরজি কর ধর্ষণ, হত্যাকাণ্ডে (RG Kar Case) নয়া মোড়!

আরজি কর হাসপাতালে ধর্ষণ, খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্ত এগোনোর সঙ্গেই প্রকাশ্যে এসেছে একাধিক অজানা তথ্য। এবার যেমন মৃতার মোবাইল ফোন নিয়ে চাঞ্চল্যকর দাবি করল তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের কথায়, ঘটনার পর নির্যাতিতার দেহের পাশেই পড়েছিল তাঁর মোবাইল ফোন। কয়েকজন ডাক্তার সেটিকে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে নিয়ে যান। কেন সেটিকে সরানো হল? এবার এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

নির্যাতিতার ফোন থেকে ডেটা ডিলিট?

আরজি কর ধর্ষণ, হত্যাকাণ্ডের (RG Kar Case) তদন্তভার হাতে নেওয়ার পর থেকে কমপক্ষে ১০০ জনকে জেরা করেছে সিবিআই। ১০ জনের পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় একজন জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, ঘটনার মুহূর্তে নির্যাতিতার বেশ কিছু জিনিসে হাত দেওয়া হয়েছিল। ব্যতিক্রম নয় তাঁর মোবাইল ফোন। একজন প্রভাবশালী চিকিৎসক মৃতার মোবাইল ফোনে হাত দিয়েছিলেন বলে দাবি করেছেন ওই জুনিয়র ডাক্তার।

আরও পড়ুনঃ শুনানির আগেই ঘুরে গেল মোড়! আরজি কর কাণ্ডে এবার CBI নজরে তৃণমূলের ২ ‘হেভিওয়েট’ নেতা

এরপর সেই মোবাইল তৎকালীন অধ্যক্ষ সন্দীপের (Sandip Ghosh) কাছে নিয়ে যাওয়া হয়। সেই সময় ঘরে উপস্থিত ছিলেন একজন ডেটা এন্ট্রি অপারেটর। তিনি সেই ফোনটি খোলেন। নির্যাতিতার মোবাইল থেকে বেশ কিছু ভিডিও এবং ফাইল ডিলিট করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। একটি সংবাদমাধ্যমে সিবিআই সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সন্দীপের নির্দেশেই ঘটানো হয়েছিল এই কাজ। জানা যাচ্ছে, সবকিছু হয়ে যাওয়ার পর ফের সেমিনার রুমে নির্যাতিতার ফোন রেখে আসা হয়েছিল বলে দাবি করেছেন ওই জুনিয়র চিকিৎসক।

RG Kar case

এই তথ্য প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতার ফোনে কী এমন ছিল যে তা তড়িঘড়ি ডিলিট করতে হল? কেন ওই প্রভাবশালী ডাক্তার মৃতার মোবাইল নিয়ে গেলেন? এখানেই শেষ নয়, ওই সূত্রের দাবি, নির্যাতিতার (RG Kar Case) ফোন থেকে ভিডিও, ডেটা মুছে দেওয়ার প্রমাণ ফরেন্সিক রিপোর্টেও উঠে এসেছে। তবে মুছে দেওয়া সেই সকল ডেটা পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে খবর। যদিও সেখানে কী আছে সেটা পরিষ্কার নয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর