বান্ধবীকে নিয়ে হোটেলে রাত্রিবাস! আরজি কর কাণ্ডে CBI স্ক্যানারে আশিস! এই ব্যক্তি কে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। গত ৯ আগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ (RG Kar Case)। এবার নাকি জানা গিয়েছে, দেহ উদ্ধারের দিন হাসপাতালে দেখতে পাওয়া যায়নি আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস পাণ্ডেকে। তদন্তে নামতেই সিবিআইয়ের হাতে নয়া তথ্য উঠে এসেছে বলে খবর।

  • দেহ উদ্ধারের দিন কোথায় ছিলেন আশিস (RG Kar Case)?

আরজি করে ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। জানা যাচ্ছে, তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে, দেহ উদ্ধারের দিন দুপুর ১২টা থেকে একটি হোটেলে ছিলেন আশিস। সল্টলেকের একটি হোটেলে উঠেছিলেন আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি। সঙ্গে ছিলেন একজন বান্ধবী। পরের দিন সেখান থেকে বেরোন বলে খবর।

  • আরজি কর কাণ্ডে সিবিআই স্ক্যানারে আশিস!

হাওড়ার গোলাবাড়ি থানার অধীন ৫৪/১ জেলিয়া পাড়া লেনে একটি আবাসনের একতলায় থাকেন আশিস। এদিন অবশ্য সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দেখা যায়, ওই ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। এদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আরজি করে (RG Kar Case) দেহ উদ্ধারের দিন সল্টলেকের এক গেস্ট হাউসে উঠেছিলেন আশিস।

আরও পড়ুনঃ প্রতিবাদের স্লোগানে আলকাতরার ছোপ! ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে মুছে ফেলা হল সব

চিকিৎসকের দেহ উদ্ধার নিয়ে তোলপাড় অবস্থা, সেখানে তিনি হাসপাতালে (RG Kar Hospital) না গিয়ে হোটেলে কেন ছিলেন? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ, আরজি কর কাণ্ডের সঙ্গে আশিসের যোগ থাকতে পারে। প্রাথমিক তদন্তেও নাকি এমনই তথ্য উঠে এসেছে। সেই কারণে হোটেল কর্তৃপক্ষকে সকল নথি নিয়ে তলব করেছিল সিবিআই। হোটেলের একজন কর্মচারী বেশ কিছু নথিপত্র নিয়ে উপস্থিত হন বলে খবর।

RG Kar case

এদিকে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Case) তৃণমূলের চিকিৎসক বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোমে আগেই হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, তাঁর কল ডিটেলস থেকেই আশিসের নাম উঠে আসে। এবার এই ঘটনার মোড় কোন দিকে বাঁক নেয়, সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর