আরজি কর মামলায় ধার্য হতে পারে চার্জ গঠনের দিন! চার্জশিটে সঞ্জয়ের নাম, আর কোন কোন দিকে নজর?

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। আজ একইসঙ্গে দুই মামলার শুনানি রয়েছে। একদিকে শিয়ালদহ আদালতে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার শুনানি, অন্যদিকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি আছে।

  • আজ আরজি কর জোড়া মামলার শুনানি (RG Kar Case)!

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পাণ্ডে, সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি এবং দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। আজ তাঁদের সবাইকে আদালতে পেশ করা হবে বলে খবর।

একইসঙ্গে এই মামলার তদন্তে আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম এবং অ্যানাস্থেশিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষের নাম উঠে এসেছে। আজ সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানির সময় এই বিষয়ে সিবিআই কোনও নতুন তথ্য তুলে ধরে কিনা সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে চার্জ গঠন? সঞ্জয়কে নিয়ে এবার বড় খবর… ফাঁস হতেই তোলপাড়!

পাশাপাশি জানা যাচ্ছে, চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আজ ধৃত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদহ আদালতে (Sealdah Court) পেশ করা হবে। এই ঘটনায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। এই মামলার শুনানিতে বিচারক জনিয়েছেন, রুদ্ধদ্বার এজলাসে এই মামলার শুনানি হবে। যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই কারণে সপ্তাহে ৩-৪ দিন শুনানি হবে।

RG Kar case Sealdah Court may fix the date of framing of charge in doctor rape murder case

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ (RG Kar Case)। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। পরবর্তীতে সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়। একইসঙ্গে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর