১৫ লাখের জন্য ডাক্তার খুন? আরজি কর কাণ্ডে তোলপাড় করা মোড়! CBI-এর হাতে নয়া তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ ৯ আগস্ট। আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরে জানা যায়, ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাঁকে। কী কারণে খুন করা হল ওই ডাক্তারকে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে (RG Kar Case)। এই আবহে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর।

  • ১৫ লাখ না দেওয়ায় ডাক্তারকে খুন (RG Kar Case)?

গবেষণাপত্র জমার ‘অনুমতি’ ও পাশ করানোর জন্য নাকি ওই চিকিৎসকের থেকে ১৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে একথা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, টাকা না দিলে নাকি তরুণী ডাক্তারকে ‘দেখে নেওয়া হবে’ বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল (RG Kar Hospital)। এই তথ্য প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

   
  • টাকা দিতে রাজি ছিলেন না ডাক্তার!

ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না। সেই কারণেই বিগত এক বছর ধরে নাকি তাঁকে নানানভাবে হেনস্থা করা হচ্ছিল। এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন, উপরমহলে সবটা জানাবেন (RG Kar Case)। এমতাবস্থায় হাসপাতালের কয়েকজনকে এই বিষয়টি ‘সামলে দেওয়া’র বলা হয়! সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটা জানা গিয়েছে। যদিও কে কাকে এই নির্দেশ দিয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ ঘটনার মোড় ঘোরাতে একাধিক ‘কাণ্ড’ ঘটান সন্দীপ! CBI ‘রিমান্ড কপি’তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এই বিষয়ে নাকি সিবিআই (CBI) বলছে, ভীষণ গুরুতর অভিযোগ। সেই কারণে আদালতগ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া অবধি পদক্ষেপ নেওয়া খুব মুশকিল। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, এই ঘটনা পুনর্নির্মাণ করতে গিয়ে নাকি বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে। আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে।

RG Kar case questions arise regarding the statement of the FIR

সিবিআই অবশ্য জানিয়েছে, এই পরিস্থিতিতেও তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন কর্মী পরস্পরবিরোধী কথা বলেছেন। তবে অনেকের ফোন থেকে জরুরি বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে (RG Kar Case)। ওই রিপোর্ট অনুযায়ী, মৃতা চিকিৎসকের এক বান্ধবীর ফোন থেকে ১৫ লক্ষ টাকা চাওয়ার তথ্য উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে আরজি করের নারকীয় ধর্ষণ, খুনের ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, এখন এটাই ভাবাচ্ছে সকলকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর