আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার পালা! সঞ্জয়ের জন্য কী শাস্তি চাইল CBI? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালের (RG Kar Case) চার দেওয়ালের ভেতরে ঘটেছিল এক নারকীয় ঘটনা। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। ইতিমধ্যেই সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৫ মাস। এবার সেই ঘটনাতেই সাজা ঘোষণার পালা।

আরজি কর কাণ্ডে (RG Kar Case) বিরাট মোড়!

গত ৯ আগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। পরবর্তীতে এই মামলার তদন্তভার নেয় সিবিআই (CBI)। এবার এই মামলার ক্লোজিং সাবমিশনেই সঞ্জয়ের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে আরজি কর কাণ্ডের (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয়ের বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে। শুনানির শেষ দিনে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে উল্লেখ করেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট! হলফনামা সমেত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

রিপোর্ট অনুযায়ী, সঞ্জয়ের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। তিনি বলেন, কর্তব্যরত একজন চিকিৎসককে জঘন্যভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। সেই জন্য এক্ষেত্রে অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক।

RG Kar case

জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া চলাকালীন ৫১ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। এই প্রক্রিয়ায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেন বলে খবর। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে তাঁর জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়। আগামী সপ্তাহেই আদালতের তরফ থেকে সাজা ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এদিকে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগ। বর্তমানে সেই মামলারও তদন্ত করছে সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর