আরজি কর কাণ্ডে বাম নেত্রীকে তলব CBI-এর! কোন সূত্রে? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই সঙ্গেই দিকে দিকে চলছে প্রতিবাদ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছেন সকলে। এই আবহে সামনে এল বড় খবর! আরজি কর কাণ্ডে (RG Kar Case) এবার বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।

  • বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে মিনাক্ষী (RG Kar Case)

সম্প্রতি সিবিআই সূত্রে ডিওয়াইএফআই নেত্রীকে তলব করার খবর জানা যায়। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আজই সিজিও কমপ্লেক্সে যাবেন বাম যুব নেত্রী। বেলা ১১টা নাগাদ মিনাক্ষী (Minakshi Mukherjee) সিবিআই দফতরে উপস্থিত হবেন বলা প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

  • মিনাক্ষীকে এর আগে তলব করেছিল কলকাতা পুলিশ

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সিপিএমের একটি সূত্র উল্লেখ করে লেখা হয়েছে, কিছুদিন আগে সিবিআই (CBI) আধিকারিকের পরিচয়ে একজন ব্যক্তি মিনাক্ষীকে ফোন করেন। এরপর দলের তরফ থেকে ওই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয়। তিনি সত্যিই সিবিআই আধিকারিক কিনা, এই সংশয় দূর হওয়ার পর সিজিও কমপ্লেক্সে যাওয়ার সিদ্ধান্ত নেন বাম যুব নেত্রী।

আরও পড়ুনঃ ২৭ তারিখই ঘুরে যাবে ‘খেলা’? আরজি কর মামলার সুপ্রিম শুনানি, নজরে থাকবে কোন কোন বিষয়?

রিপোর্ট অনুযায়ী, মিনাক্ষী কলকাতায় ছিলেন না। আজ সকালেই রায়গঞ্জ থেকে শহরে ফিরেবেন তিনি। সকাল ১০টা নাগাদ শিয়ালদহ স্টেশনে নামার কথা রয়েছে বলে খবর। এরপর সেখান থেকে সোজা রওনা দেবেন সিবিআই দফতরের উদ্দেশে।

Minakshi Mukherjee RG Kar case

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ। সেদিনই নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন মিনাক্ষী (RG Kar Case)। তাঁর দলের তরফ থেকে বেশ কয়েকবার দাবি করা হয়েছে, মূলত মিনাক্ষী চেষ্টাতেই প্রয়াত চিকিৎসকের দেহ দ্রুত দাহ করতে খানিকটা প্রতিরোধ গড়ে তোলা হয়।

ধর্ষণ, খুনের এই ঘটনা (RG Kar Case) ঘটার পর গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজি করে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। সেই ঘটনায় এর আগে মিনাক্ষীকে তলব করেছিল কলকাতা পুলিশ। ২৬ আগস্ট মিছিল করে লালবাজারে গিয়েছিলেন তাঁরা। এবার সেই বাম যুব নেত্রীকেই তলব করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর