১০০-র ওপর সাক্ষী! আরজি কর মামলায় CBI যা করতে চলেছে … রাতের ঘুম উড়ল সন্দীপ-অভিজিতের!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় (RG Kar Case) তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ইতিমধ্যেই একাধিকবার জামিনের আবেদন করেছেন তাঁরা। তবে কোনও সুরাহা হয়নি। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা।

  • আরজি কর মামলায় (RG Kar Case) চাঞ্চল্যকর মোড়!

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই (CBI)। সেখানে শুধু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম ছিল। এবার এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে সন্দীপ এবং অভিজিতের (Abhijit Mondal) নাম থাকবে বলে খবর। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ডের (RG Kar Case) সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাটের পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোমবার দু’জনকে সশরীরে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআই আধিকারিকরা সেদিনই চার্জশিট পেশ করার তোরজোড় নিচ্ছেন। যদি সেদিন সম্ভব না হয়, তাহলে বুধবারের মধ্যে সেই কাজ সেরে ফেলা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত! জামিন মামলায় তীব্র ভর্ৎসনা! আর কী বলল সুপ্রিম কোর্ট?

উল্লেখ্য, আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। সম্প্রতি এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের (Sandip Ghosh) পাশাপাশি সুমন হাজরা, বিপ্লব সিংহ, আশিস পাণ্ডে এবং আফসার আলি খানের নাম ছিল বলে খবর।

RG Kar case junior doctors protest

এদিকে নিয়ম বলছে, সরকারি কর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমোদন দরকার হয়। আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্ত সন্দীপ এবং আশিস দু’জনেই সরকারি ডাক্তার। ফলে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সরকারি অনুমোদন প্রয়োজন। কিন্তু সেই ছাড়পত্র না নিয়েই সিবিআই চার্জশিট দেয় বলে খবর। জানা যায়, সেই কারণে এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট আদালতে গৃহীত হয়নি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X