আরজি কর কাণ্ডের সঞ্জয়ের ‘প্রাণ’ বাঁচালেন দুই মহিলা! তাঁদের পরিচয় শুনলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) গত আগস্ট মাসে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy)। সোমবার তাঁর সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত (Sealdah Court)। বিচারক অনির্বাণ দাস তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনেকেই ভেবেছিলেন, এই মামলায় তাঁকে হয়তো ফাঁসি দেওয়া হবে। তবে শেষ অবধি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এর নেপথ্যে অনেকখানি ভূমিকা রয়েছে সঞ্জয়ের দুই আইনজীবীর।

সঞ্জয়ের দুই আইনজীবীকে চেনেন (RG Kar Case)?

গত শনিবার আরজি কর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। সোমবার তাঁর সাজা ঘোষণা করা হয়। শনিবারের মতো গতকালও নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। সঞ্জয় এদিনও বলেন, ‘আমি কোনোটাই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। আগের দিনও বলেছি। অনেক কিছু নষ্ট করা হয়েছে আমি শুনেছি। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমায় মারধর করা হয়েছে। যা যা ইচ্ছা করছে, যেখানে খুশি সই করিয়ে নিচ্ছে’।

এদিকে সিবিআই এবং নির্যাতিতার পরিবারের তরফ থেকে সঞ্জয়ের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়। তবে এসবের মাঝেই আলাদা করে নজর কেড়ে নেন আরজি কর-দোষীর (RG Kar Case) দুই আইনজীবী কবিতা সরকার এবং সেঁজুতি চক্রবর্তী। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন তাঁরা।

আরও পড়ুনঃ সপ্তমে ছিল ০.৭১! নতুন পে কমিশনে ‘ম্যাজিক ফিগার’ কত হবে? সরকারি কর্মীদের জন্য বড় খবর

আইনজীবী সেঁজুতি বলেন, ‘এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। নানান মামলায় সুপ্রিম কোর্ট আসামিকে শোধরানোর সুযোগ দেওয়ার কথা বলেছে’। তিনি আরও বলেন, ‘নূন্যতম নথি নিয়ে সন্দেহ থাকলে, ধারণার বশবর্তী হয়ে কোনও শাস্তি হয়ে থাকলে, তা বিবেচনায় আরও আনা উচিত। সুপ্রিম কোর্ট নানান মামলায় বলেছে। আমাদের এই মামলাতেও সেই রকমই বিষয় লুকিয়ে’।

জানা যাচ্ছে, এরপর মৃত্যুদণ্ডের ওপর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক স্টাডি পেশ করেন সেঁজুতি। সেই গবেষণায় মৃত্যুদণ্ডের সমালোচনা করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য, পারিবারিক অবস্থান সবকিছু ভেবে দেখার কথা বলা হয়েছে। সঞ্জয়ের এই আইনজীবী তাঁর মক্কেলকে মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প শাস্তি দেওয়ার আবেদন জানান।

RG Kar case Sealdah Court gave this punishment to Sanjay Roy

অন্যদিকে সঞ্জয়ের হয়ে জোরালো সওয়াল করেন আইনজীবী কবিতাও। তিনি বলেন, ‘স্যার, এখনও তদন্ত শেষ হল না। কী উঠে আসবে সেটাও জানি না। তাহলে এই শাস্তি কীভাবে?’ এরপর বিচারক অনির্বাণ দাস বলেন, ‘আপনারা পরস্পরবিরোধী সওয়াল করছেন। দুই আইনজীবী দুই রকম কথা বলছেন। দয়া করে এগুলো করবেন না’।

রিপোর্ট বলছে, আরজি কর-দোষী (RG Kar Case) সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার হুগলির মহসিন কলেজের ছাত্রী ছিলেন। এরপর আলিপুর আদালতে আইনি কেরিয়ারের হাতেখড়ি হয়। মূলত দেওয়ানি মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে পরবর্তীতে ফৌজদারি মামলাও লড়তে শুরু করেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে যোগ দেন কবিতা। ওই একই বছরের জুন মাসে শিয়ালদহ আদালতে যুক্ত হন। কবিতার সঙ্গেই যুক্ত ছিলেন সঞ্জয়ের আরেক আইনজীবী সেঁজুতি চক্রবর্তীও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর