‘কারার ওই লৌহ কপাট’ থেকে ‘আর কবে?’ RG Kar কান্ডের প্রতিবাদে সবার মুখে ঘুরছে এই ৫ গান

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডের (RG Kar Case) প্রতিবাদ Protest) আন্দোলন দিনে দিনে রূপ নিচ্ছে  এক বৃহত্তর গণ আন্দোলনের। ইতিমধ্যেই চিকিৎসকদের সাথে এই আন্দোলনে শরীক  হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকাসহ সমাজের সর্বস্তরের মানুষ। আট থেকে আশি সকলের মুখেই এখন একটাই স্লোগান ‘জাস্টিস ফর আরজিকর’।

আরজিকর কান্ডের (RG Kar Case) প্রতিবাদ আন্দোলনে জনপ্রিয় এই ৫ গান

এই আরজিকর (RG Kar Case) আন্দোলনের ঢেউ এখন আছড়ে পড়েছে বিদেশের মাটিতেও। কলকাতার এই প্রতিবাদ কর্মসূচিতে সাড়া দিচ্ছেন দেশ-বিদেশের আন্দোলনকারীরাও। সেইসাথে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ প্রতিবাদীদের কন্ঠে মুখরিত হচ্ছে নানান প্রতিবাদী গান। যা নতুন করে অক্সিজেন জোগাচ্ছে অবস্থানরত আন্দোলনকারীদের। আরজিকর কাণ্ডের (RG Kar Case) এই আন্দোলনের মধ্যেই সম্প্রতি ভাইরাল হয়েছে হয়েছে পাঁচটি গান। এই গানে বলা প্রতিটি কথাই আজকের দিনে দারুন প্রাসঙ্গিক। যা শোনা মাত্রই জ্বলে উঠছে প্রতিবাদের মশাল, আরও ঝাঁঝালো হচ্ছে আন্দোলনকারীদের গলার স্বর।

   

আর কবে?

RG Kar 7

আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সরব হয়েছেন গায়ক অরিজিৎ সিং। তিলোত্তমার বিচারের দাবিতে ইতিমধ্যেই গান বেঁধেছেন তিনি। তাঁর গাওয়া সাম্প্রতিক বাংলা গান ‘আর কবে’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। আরিজিতের এই গান শুনে ফুঁসে উঠেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ।

পথে এবার নামো সাথী

এই অস্থির পরিস্থিতিতে শুরু থেকেই সকলের মুখে মুখে সবচেয়ে বেশি ঘুরছে একটাই গান তা হল ‘পথে এবার নামো সাথী’। সলিল চৌধুরীর কথা ও সুরে গাওয়া এই গান আরজিকর আন্দোলনে আলাদা মাত্রা যোগ করেছে।

কারার ঐ লৌহকপাট

RG 2

এই গান শুনলে আজও রীতিমতো গায়ে কাঁটা দেয়।আরজিকর কাণ্ডে রাজ্যের পুলিশের অবস্থান শুরু থেকেই রয়েছে প্রশ্নের মুখে। এই আন্দোলন চলাকালীন সময়েই কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সম্প্রতি লালবাজারের কাছে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই এলাকা ঘিরে ফেলা হয়েছিল লোহার ব্যারিকেড দিয়ে। যদিও শেষমেশ জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জেরে খুলে গিয়েছিল সেই ব্যারিকেড। ওইদিন আন্দোলনকারীরা সমবেত কণ্ঠে গেয়ে উঠেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গান।

আরও পড়ুন :  হাসিমুখেই হাসপাতালের বিছানায় শুয়ে পোজ দিচ্ছেন ইপ্সিতা! হঠাৎ কি হল অভিনেত্রীর?

আগুনের পরশমণি

Kar

মেয়ের বিচার প্রায় প্রতিদিনই পথে নামছেন রাজ্যবাসী। সামিল হচ্ছেন মোমবাতি মিছিলেও। মোমবাতি জ্বেলে কেউ গেয়ে উঠছেন রবি ঠাকুরের গাওয়া ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। রবীন্দ্রসংগীত সবসময়ই প্রাসঙ্গিক। রাজ্যের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে যা এবার শোনা যাচ্ছে আন্দোলনকারীদের কণ্ঠেও।

দেশটা তোমার বাপের নাকি

শিল্পী নাজনীন আখতার মৌসুমী চৌধুরীর গাওয়া এই গান সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে। যা এখন ধ্বনিত হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদেও। প্রতিবাদী এই গানটি লিখেছেন ইথুন বাবু।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর