বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। বর্তমানে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। আরজি কর (RG Kar Case) ধর্ষণ খুন ও আরজি কর আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। এর মধ্যে একটি মামলায় জামিন মিললেও, আরেকটি থেকে নিষ্কৃতি না মেলায় এখনও জেলবন্দি তিনি। এই আবহে এবার নতুন দাবিতে আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ।
চার্জ গঠনের আগেই নয়া দাবি সন্দীপের (RG Kar Case)!
আরজি কর ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছিল সিবিআই। গত বছর ডিসেম্বরেই এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তাঁরা। এরপর জেলমুক্তি হয় অভিজিতের। তবে আর্থিক দুর্নীতি মামলা থেকে নিষ্কৃতি না মেলায় এখনও জেলবন্দি সন্দীপ।
জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। এর আগে এই চার্জ গঠনের প্রক্রিয়া পিছনোর জন্য মামলা করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ।
আরও পড়ুনঃ দ্বন্দ্বে কেটেছে স্কুলজীবন! এবার সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি! শেয়ার করলেন অজানা কাহিনী
আরজি কর ধর্ষণ খুন মামলায় ইতিমধ্যেই মিলেছে জামিন, এবার আর্থিক দুর্নীতি মামলা (RG Kar Financial Irregularities) থেকেও অব্যাহতি চান হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তিনি। সন্দীপের আইনজীবী মারফৎ আবেদন জমা পড়েছে বলে খবর।
সন্দীপের পাশাপাশি আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সন্দীপ ‘ঘনিষ্ঠ’ বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আশরাফ আলি। আগামী ২৫ মার্চ তাঁদের এই আবেদনের বিরোধিতা করে সওয়াল করবে তদন্তকারী সংস্থা সিবিআই। সেদিন কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।