গণধর্ষণ করা হয়নি! আরজি কর মামলায় হাইকোর্টে জানাল CBI! বড় নির্দেশ বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে এখনও সরগরম বাংলা। ধর্ষণ নাকি গণধর্ষণের শিকার হয়েছিলেন চিকিৎসক পড়ুয়া? এখনও এই ধোঁয়াশা কাটেনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকেও এই প্রশ্ন করা হয়েছিল। শুক্রবার উচ্চ আদালতে রিপোর্ট দিয়ে সিবিআই (CBI) জানাল, তিলোত্তমার গণধর্ষণ হয়নি। এই ঘটনা একজনই ঘটিয়েছে।

আরজি কর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!

আদালতের নির্দেশ মতো এদিন কেস ডায়েরি নিয়ে গিয়েছিল সিবিআই। সেই সঙ্গেই স্টেটাস রিপোর্ট দেয় কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই প্রমাণের কথা উল্লেখ করে তদন্তকারী সংস্থা জানায়, এটি ধর্ষণের ঘটনা। সিবিআই জানায়, ফরেন্সিক বিভাগের তদন্তে জানা গিয়েছে, এই ঘটনা একজনই ঘটিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হাইকোর্টে জানায়, ক্রাইম সিন থেকে একজনের ডিএনএ পাওয়া গিয়েছে, একাধিক নয়। সেদিন তিলোত্তমার সঙ্গে যারা ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে। সেদিনের নার্স, ডাক্তার, ক্লিনিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় সিবিআই।

আরও পড়ুনঃ কলকাতার বুকে তৈরি হোক অক্সফোর্ড ক্যাম্পাস! আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আরজি কর মামলায় রিজানুর কেসের তদন্তের গতির উদাহরণ টেনে আনেন তিনি।

Calcutta High Court

এই মামলায় সিবিআইয়ের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গোপন জবানবন্দি, কলকাতা পুলিসের তদন্তের পাঁচ দিনের কেস ডায়েরি, সিবিআইয়ের কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

জানা যাচ্ছে, দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট আকারে এই সকল তথ্য আদালতে (Calcutta High Court) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরজি কর মামলা এবার কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর