বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ! আজ আর জি কর মামলার (RG Kar Case) শুনানি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চে আবেদন শুনতে পারবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি ওঠে। আজও শুনানি হবে তার এজলাসে।
আজ আরজি কর মামলার শুনানি হাইকোর্টে-RG Kar Case
ঘটনার প্রথম থেকেই নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিল। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তারা। তাতেই সায় মিলেছে। নির্যাতিতার পরিবারের দাবি ছিল, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হোক।
মেয়ের মৃত্যুর ন্যায়-বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই মামলা হাইকোর্ট শুনতে পারে না। এরপরই সমাধানসূত্র পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
গত সোমবার নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন তাদের আইনজীবী। সেখানেই অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিচারপতি ঘোষের একক বেঞ্চে শুনানিতে কোনও বাধা নেই। শুনানি চলতে পারে। সেই অনুযায়ী, আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে।
আরও পড়ুন: বাংলায় BJP ক্ষমতায় আসলে কী কী ফ্রি মিলবে? গেরুয়া শিবিরের বড় প্রতিশ্রুতি
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দিয়েছেন জয়মাল্য বাগচী। শপথ নিয়েই তিনি আর জি কর সংক্রান্ত এই মামলা শোনেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়।