বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলছে (Supreme Court)। দুপুর আড়াইটে নাগাদ প্রধান বিচারপতি বেঞ্চ বসে। এরপর শুরু হয় শুনানি।
আরজি কর মামলার সুপ্রিম শুনানি (Supreme Court)
এদিনের শুনানির শুরুতেই টাস্ক ফোর্স নিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় এজেন্সির কাছে আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা করেন। সেই রিপোর্ট খতিয়ে দেখে তিন বিচারপতি বেঞ্চ।
এদিন সলিসিটর জেনারেল জানান, আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রাখছে। নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। আজ আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত নিয়েও প্রশ্ন করেন সিজেআই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)।
আরও পড়ুনঃ আরজি কর নিয়ে পোস্ট করার ‘অপরাধ’! পুলিশ ক্লোজ করতেই হাইকোর্টের দ্বারস্থ হোমগার্ড
আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) জানতে চায়, আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি কতখানি এগিয়েছে? জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানায়, এই মামলার তদন্ত করতে আরও কিছুটা সময় লাগবে। এরপর আরও তিন সপ্তাহ সময় দেয় শীর্ষ আদালত।
টাস্ক ফোর্সের কাজ নিয়েও এদিন প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। জানতে চাওয়া হয়, টাস্ক ফোর্স কী করছে? শেষ বৈঠক কবে হয়েছে? উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, গত ৯ সেপ্টেম্বর শেষ বৈঠক হয়েছে। একথা শুনে বিচারপতি পাল্টা জিজ্ঞেস করেন এরপর কেন বৈঠক হয়নি?
জবাবে সলিসিটর জেনারেল জানান, সচিব ছুটিতে ছিলেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, সবাইকে নিয়মিতে বৈঠকে বসতে হবে। ৩ সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিকে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালতে সম্প্রতি প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। এদিন কেন্দ্রীয় এজেন্সির দেওয়া রিপোর্টে সেই বিষয়ে উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে, শীর্ষ আদালতে (Supreme Court) চার্জশিটের কপিও দেওয়া হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।