বাংলা হান্ট ডেস্কঃ প্রায় এক মাস পর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর আজ দেশের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হল। প্রথমেই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এরপর এক এক করে উঠে আসে নানান প্রসঙ্গ।
আরজি কর মামলার (RG Kar Case) শুনানিতে কী বলল শীর্ষ আদালত?
নিম্ন আদালতে এই মামলা কী অবস্থায় রয়েছে সেটা জানতে চায় সর্বোচ্চ আদালত। অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে নাকি লিগ্যাল সার্ভিসেস থেকে নিয়োগ করা হয়েছে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দ্রুত বিচারের আবেদন জানানো হয়।
এদিন আরজি কর মামলার (RG Kar Case) শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা জানতে চান প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অন্য আদালতে এই মামলা চলছে। সেই সঙ্গেই জানান, ‘দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে রাজ্যের অনুমতি দরকার। তবে সেই অনুমতি মিলছে না’।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার! সেই ‘কালীঘাটের কাকু’কে নিয়ে নয়া খবর! CBI-কে বড় নির্দেশ হাইকোর্টের
পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, তাঁদের কাছে এই রকম কোনও তথ্য নেই। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এদিকে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) আইনজীবী ইন্দিরা জয়সিংহ আবার বলেন, ‘আমার অনুরোধ রাজ্যের পদক্ষেপের ওপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক’।
এই বিষয়ে সিজেআই খান্না বলেন, ‘আপনাদের যা বলার আছে ন্যাশানাল টাস্ক ফোর্সের কাছে বলুন। আমরা টাস্ক ফোর্সকে নির্দেশ দিতে পারি’। এরপরেই প্রধান বিচারপতি বলেন, ‘ন্যাশানাল টাস্ক ফোর্স একটি ইমেল আইডি শুরু করবে। সেখানেই ডাক্তাররা অভিযোগ বা দাবি জানাতে পারবেন। সব খতিয়ে দেখার পর ১২ সপ্তাহ পর টাস্ক ফোর্স রিপোর্ট দেবে’। আগামী ১৭ মার্চ ফের আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হবে সুপ্রিম কোর্টে।