বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) সোমবার সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছেন বিচারক অনির্বাণ দাস। এরপর বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি ছিল। তবে আজ তা হল না। পিছিয়ে গেল সেই শুনানি।
আরজি কর মামলার (RG Kar Case) সুপ্রিম শুনানি কবে?
সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণার পর গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আরজি কর-দোষীর ফাঁসির আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। এদিকে সিবিআইয়ের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, আরজি কর মামলায় শিয়ালদহ আদালত যে রায় দিয়েছে, সেটা চ্যালেঞ্জ করে রাজ্য কি আদৌ উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে? এই আবহে আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গেল।
জানা যাচ্ছে, আগামী বুধবার তথা ২৯ জানুয়ারি আরজি কর মামলার (RG Kar Case) সুপ্রিম শুনানি হবে। সেদিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলা শুনবে।
আরও পড়ুনঃ মমতার সভায় ডাক! দিল্লি থেকে রওনা দিলেন ‘এই’ হেভিওয়েট BJP নেতা! তাহলে কি…? জোর শোরগোল
এদিকে আরজি কর ধর্ষণ খুন মামলায় গত শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত (Sealdah Court)। এরপর সোমবার তাঁর সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। অনেকেই ভেবেছিলেন, তাঁকে হয়তো ফাঁসির শাস্তি দেওয়া হবে। তবে বিচারক বলেন, এটি ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ নয়। সেই কারণে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করা হচ্ছে। সেই সঙ্গেই ১৭ লক্ষ টাকা দেবে রাষ্ট্র, নির্দেশ আদালতের।
শিয়ালদহ আদালতের তরফ থেকে এই রায় ঘোষণার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তাদের দাবি, আরজি কর-দোষীর (RG Kar Case) সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড প্রাপ্য। আজ উচ্চ আদালতে এই নিয়ে সওয়াল জবাব হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।