বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ন্যায়বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার (RG Kar Case) শুনানি রয়েছে। কখন শুনানি হবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই দিনক্ষণ।
সোমবার আরজি কর মামলার (RG Kar Case) শুনানি কখন?
আগামীকাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud), বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে, কাল সকাল নয়, বরং দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে। সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ৪২ নম্বরে মামলা উঠবে বলে খবর।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাঁকে। গত ২০ আগস্ট শীর্ষ আদালতে এই মামলার প্রথম শুনানি হয়েছিল।
আরও পড়ুনঃ এক মাসে মিলবে দু’মাসের রেশন? এবার খাদ্য দফতরে চিঠি রেশন ডিলারদের! কারা কারা পাবেন?
এরপর চারবার আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। প্রত্যেকবারই শুনানির তালিকায় প্রথমে থেকেছে এই মামলার নাম। তবে সোমবার তেমনটা হবে না। সকাল ১০:৩০টায় আদালত বসার পর প্রথমেই আরজি কর মামলা শোনা হবে না। বরং দুপুরে এই মামলার শুনানি হতে চলেছে। আগামীকাল দুপুর ২টোয় চিকিৎসক ধর্ষণ খুনের মামলার শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে প্রথমে ২৭ সেপ্টেম্বর আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন রাজ্যের আইনজীবীর সমস্যা ছিল, যে কারণে শুনানি পিছিয়ে যায়। তিনদিন পিছিয়ে ৩০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়।
এর আগেও একবার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। গত ৫ সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় উপস্থিত না থাকার কারণে শুনানি পিছিয়ে যায়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়। সেদিন সিবিআইয়ের জমা দেওয়া তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আগামীকাল কী হয় সেটাই দেখার।