বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সকাল থেকে সেদিকে নজর ছিল সকলের। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই জানা গেল, আজ আরজি কর মামলার শুনানি হবে না। শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল এই মামলার শুনানি।
আরজি কর মামলার পরবর্তী শুনানি কবে (Supreme Court)?
আজ দুপুর ৩টে থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত জানা যায়, শুনানি পিছিয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, আজ রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাই আজ আর এই মামলার শুনানি হবে না। এর পরিবর্তে আগামীকাল তথা বুধবার সকাল ১০:৩০ থেকে আরজি কর মামলার (RG Kar Case) শুনানি শুরু হবে বলে খবর।
আরও পড়ুনঃ রেশন নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের! কমল চালের পরিমাণ! গম কত পাওয়া যাবে জানেন?
জানা যাচ্ছে, আজ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন সিজেআই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। তাই আজ আরজি কর মামলার শুনানি হল না বলে খবর। এর বদলে আগামীকাল সকালে এই মামলার শুনানি হবে বলে ঠিক করা হয়েছে।
আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড়। তার আগে আগামীকালই হয়তো শেষবারের মতো আরজি কর মামলা শুনবেন তিনি। আগামীকাল শীর্ষ আদালতে সিভিক-নিয়োগ, হাসপাতালে সুরক্ষা পরিকাঠামো সংক্রান্ত তথ্য জানানোর কথা রাজ্যের। অন্যদিকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা আছে সিবিআইয়ের (CBI)।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। দেখতে দেখতে এই ঘটনার পর তিন মাস অতিক্রান্ত হতে চলল। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। গতকাল চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালতে চার্জ গঠন হয়েছে। আগামীকাল সুপ্রিম শুনানিতে কী কী বিষয় উঠে আসে এবার সেটাই দেখার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার