বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। পেঁয়াজের খোসার মতো সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সম্প্রতি যেমন সেমিনার রুমের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা মিলেছে, লাল জামা পরা এক ব্যক্তির। তাঁকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছিল। তবে এবার তাঁর আসল নাম-পরিচয় প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে (RG Kar Case)।
লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে (RG Kar Case)?
আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে সেই ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতি চোখে পড়েছে। তাঁরা কি বহিরাগত? এই প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee)। সেই ছবিতে যাদের দেখা যাচ্ছে, প্রত্যেককে চিহ্নিত করে পরিচয় দেন তিনি।
- ফরেন্সিক বিশেষজ্ঞ নন লাল জানা পরিহিত ওই ব্যক্তি!
লাল জামা পরিহিত ওই ব্যক্তিকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি করা হয়। তবে এবার তাঁকে নিয়ে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। দাবি করা হয়েছে, ওই ব্যক্তির নাম অভীক দে (Avik De)। তিনি এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি।
আরও পড়ুনঃ ‘এর থেকে লজ্জার কিছু নেই’! মমতার মন্তব্যে চটে লাল, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি চিরাগের
আইএমএ বেঙ্গলের দাবি, পোস্ট গ্র্যাজুয়েশনে অভীকের অ্যাডমিশন নিয়েও বিস্তর বিতর্ক রয়েছে। এদিকে এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাপানউতোর। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিকে কীভাবে ফরেন্সিক বিশেষজ্ঞ বলা হল? অন্য হাসপাতালের চিকিৎসক হয়েও তিনি কীভাবে ক্রাইম সিনে (RG Kar Case) ঢুললেন? তাঁর ভূমিকা কী? কেন তাঁকে বাধা দেওয়া হল না? এমন নানান প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর দু’সপ্তাহ অতিক্রান্ত। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বর্তমানে জেলবন্দি। তবে এই নারকীয় ঘটনার সঙ্গে এক নয়, একাধিক জন জড়িত বলে দাবি তোলা হচ্ছে। সেই সঙ্গেই উঠছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে ক্রাইম সিনে একাধিক জনের উপস্থিতির ছবিতে এই দাবি আরও জোরালো হতে শুরু করে।
এদিকে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সিবিআই সূত্রে খবর, আরজি করের ঘটনায় (RG Kar Case) ফরেন্সিক নমুন সংগ্রহে বেনিয়ম হয়েছিল। রিপোর্ট অনুসারে, যে ফরেন্সিক বিশেষজ্ঞদের ক্রাইম সিন থেকে নমুনা সংগ্রহের কথা ছিল, তাঁরা সেটা করেননি। বরং তাঁদের পরিবর্তে অন্য দু’জন সেই কাজ করেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।