আরজি কর কাণ্ডে ধৃত! এবার সেই সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা! তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের পর আর কাউকে গ্রেফতার করা হয়নি। এবার তাঁর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হল (RG Kar Case)! সম্প্রতি আগামী ২০ সেপ্টেম্বর অবধি সঞ্জয়কে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তার মধ্যেই এক বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।

  • সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করতেই তোলপাড় (RG Kar Case)!

আরজি কর কাণ্ডে ধৃতের ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। জানা যাচ্ছে, সেখানে তিনি ধর্ষণ, খুন না করার কথা দাবি করেছেন। মৃতদেহ দেখে তিনি সেমিনার রুম থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন সঞ্জয় (Sanjay Roy)। এরপরেই এই ঘটনায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। এই আবহে এবার সঞ্জয়ের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন পদ্ম নেতা জগন্নাথ!

  • কী বললেন বিজেপি নেতা?

জগন্নাথ বলেন, ‘সঞ্জয় রায় কারামন্ত্রীর হেফাজতে রয়েছেন। বড় চিন্তার কারণ আছে। ওর বেঁচে থাকা এখন জরুরি। কারণ ও-ই একমাত্র এভিডেন্স’। সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে’। এবার চন্দ্রনাথের মন্তব্যের প্রেক্ষিতে আরজি কর কাণ্ডের (RG Kar Case) ধৃতের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা।

আরও পড়ুনঃ মরদেহ বিক্রি অতীত! আরজি করে আরও বড় দুর্নীতি ফাঁস! তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য পেল CBI

এখানেই না থেমে জগন্নাথ আরও বলেন (RG Kar Case), ‘আরজি কর কাণ্ডে গ্যাং অফ সন্দীপ ঘোষের খোঁজ পেলাম। স্বাধীনতা দিবসের প্যারেডে স্বাস্থ্য দফতরের পক্ষে কারা কারা যোগ দিয়েছিল দেখলাম। মেমো নম্বর সহ চিঠি পাবলিশ হয়েছিল। কিন্তু স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এখন সেটা নেই। এখন যেটা পাওয়া যাচ্ছে তাতে ৩৪ জনের লিস্ট রয়েছে’।

RG Kar case Sanjay Roy

বিজেপি নেতার (Jagannath Chattopadhyay) কথায়, কুচক্রী কারা? ডাক্তারদের আদেশনামায় ডিএইচএস, ডিএমই-এর স্বাক্ষর থাকে। কী করে তাঁদের স্বাক্ষর না থাকা এই চিঠি বেরলো? তিনি বলেন, ১৫ আগস্টের ডিটেলমেন্টে দু’টি দল থাকে। ৮ তারিখের আদেশনামায় সেটাই ছিল। তবে ৬ তারিখের আদেশনামায় ৩৪ জনের লিস্ট! কেন? এদিনের আদেশনামায় উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার থেকে চিকিৎসক আনতে হয়েছিল। শুধু তাই নয়, ওই দিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই চিকিৎসক আনতে হয়েছিল। কেন? প্রশ্ন করেছেন জগন্নাথ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর