আর কিছুক্ষণ! আর জি কর কাণ্ডে রায়দানের আগেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চিকিৎসকেরা

বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপর শনিবার দুপুরেই কলকাতার শিয়ালদহ কোর্টে শুরু হয়ে যাবে আরজিকর মামলার (RG Kar Case) রায় দান। তার আগেই আরও একবার কলকাতার বুকে বিরাট কান্ড ঘটাতে চলেছেন রাজ্যের জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে আজ দুপুরে আরজি কর মামলার রায় ঘোষণার আগেই শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা।

আর জি কর কাণ্ডে (RG Kar Case) রায়দানের আগেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চিকিৎসকেরা

আজকের এই জমায়েতে হাজির থাকবেন নার্সদের সংগঠনও। আজ বেলা ১টার পর থেকেই শিয়ালদহ আদালত চত্বরে জমায়েত শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আজ ডাক্তার এবং নার্সদের মোট চারটি সংগঠন এই  জমায়েতের ডাক দিয়েছে। তাদের মধ্যে অন্যতম মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্‌‌স ফোরাম, নার্সেস ইউনিটি।

আজ বেলা ১টা থেকে তাঁদের এই জমায়েত রয়েছে। এ ছাড়াও তার কিছুক্ষণ পরেই অর্থাৎ, দুপুর ২টো থেকে শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ডক্টর্‌‌স ফ্রন্ট (জেডিএফ)। এদিন  উভয় সংগঠন মিলে তাঁদের এই জমায়েতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকেও।

আরও পড়ুন: অলিম্পিকে পদক জিতলেই পাকা চাকরি বঙ্গসন্তানদের, বড় সিদ্ধান্ত নবান্নের

গত বছরের ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনা সামনে আসতেই কেঁপে উঠেছিল কলকাতা। তিলোত্তমার নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) পর তাঁর ন্যায় বিচারের দাবি সহ আরও কয়েক দফা দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের জুনিয়র ডাক্তারেরা। এই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে জেডিএফ। অনশনেও বসেছিলেন তাঁরা।

RG Kar Case

ডাক্তারদের ওই আরজিকর (RG Kar Case) আন্দোলনে সামিল হয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিরাও। তবে এই ঘটনার শুরু থেকেই তদন্ত প্রক্রিয়া নিয়ে একেবারেই সন্তুষ্ট নন নির্যাতিতার বাবা-মা। এতদিন তদন্তের স্বার্থে চুপ থাকলেও, এবার রায় ঘোষণার আগে একের পর এক বিস্ফোরক দাবি করছেন তাঁরা। রায়দানের আগের রাতে তাঁরা বলেছেন, ‘কোনও কাজই করেনি সিবিআই। সিএফএসএল বলছে ঘটনা সেমিনার রুমে ঘটেনি। কিন্তু  সিবিআই ধৃত সিভিককেই একমাত্র দোষী বলে দেখাচ্ছে। সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। যদিও তারা কতটা সফল হবে সেটা আদালতের রায়ের উপর নির্ভর করছে।’সেইসাথে নাম নিয়েই  নির্যাতিতার মা বাবা বলেছেন, বিচারক যা রায় দেবেন তারা মেনে নেবেন কিন্তু , ‘সবচেয়ে বড় দোষী বিনীত গোয়েল।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর