পাঁচ দফা দাবির সঙ্গে সমঝোতা নয়! আলোচনায় বসতে রাজি, জানালেন জুনিয়র ডাক্তাররা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকে টানাপোড়েন চলছে। স্বাস্থ্য ভবনের বাইরে এখনও অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা (RG Kar Case)। শনিবার বেলায় আচমকাই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার আর্জি জানানোর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বরং বড় দিদি হিসেবে এখানে এসেছি। ‘এটা আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন’, বলেন মমতা। এবার আন্দোলনকারীরা জানালেন, তাঁরাও আলোচনায় বসতে রাজি। তবে পাঁচ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা হবে না।

  • দ্রুত কাজে ফিরতে চান, জানালেন জুনিয়র চিকিৎসকরা

আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকে বিগত এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের তরফ থেকে গত মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার ‘ডেডলাইন’ বেঁধে দিয়েও কাজ হয়নি। সেদিন থেকেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। এরপর থেকে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা দেখা দিলেও শেষ অবধি তা হয়নি। এবার জুনিয়র ডাক্তাররা জানালেন, আমরা আলোচনায় বসতে চাই, কাজে ফিরতে চাই।

  • পাঁচ দফা দাবি নিয়ে সমঝোতা নয়

এদিন মুখ্যমন্ত্রী ধর্নাস্থল থেকে বেরনোর পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত বলেন, তাঁদের আন্দোলন, প্রতিবাদ যে স্পিরিটে চলছিল সেভাবেই চলবে। তাঁদের পাঁচ দফা দাবির সঙ্গে কোনও রকম সমঝোতা হবে না বলে জানিয়েছেন তিনি। অনিকেতদের কথায়, পাঁচ দফা দাবি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনায় বসতে রাজি।

আরও পড়ুনঃ দেড় বছর ধরে হচ্ছে না শুনানি! এবার হাইকোর্টের দ্বারস্থ সারদা কর্তা সুদীপ্ত

আন্দোলনকারী চিকিৎসক (Junior Doctors) অনিকেত বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। যে কোনও জায়গায় তিনি আসতে পারেন। উনি আমাদের ধর্নামঞ্চে এসেছেন, স্বাগত জানাই। আমাদের আন্দোলনের প্রতি এটাকে সমার্থক বলে মনে করি। একজন অভিভাবক হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন, সেটা থাকা উচিত। তবে ৩৪ দিন পর এই দৃষ্টিভঙ্গি কেন?’

Mamata Banerjee RG Kar case

অনিকেত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলচনায় বসতে চাইছেন। আমরাও আলোচনায় বসতে রাজি। পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, আমরা আধ ঘণ্টা, এক ঘণ্টা সময় চেয়ে নিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী যেখানে আলোচনার জন্য ডাকবেন সেখানে যাব (RG Kar Case)। এদিন মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ স্থির করতে নিজেদের মধ্যে বৈঠকে বসেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর