টানা ১০ দিন অনশনে অসুস্থ স্নিগ্ধা, যোগ দিলেন নতুন দুই ডাক্তার, রইল পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি আদায় করতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। প্রথমে ৬ জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছিলেন। পরবর্তীতে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। অনশন শুরু হয়েছে দেখতে দেখতে দশ দিন অতিক্রান্ত। এবার অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা হাজরা।

  • অনিকেত-তনয়াদের পর অসুস্থ হয়ে পড়লেন স্নিগ্ধা (Junior Doctors)

প্রথম দিন থেকে অনশন করছেন কলকাতা মেডিক্যাল কলেজের স্নিগ্ধা (Snigdha Hazra)। বিগত ১০ দিন ধরে না খেয়েদেয়ে ধর্মতলার অনশন মঞ্চে রয়েছেন তিনি। এবার জানা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন এই জুনিয়র চিকিৎসক। তাঁর বমি বমি ভাব রয়েছে। অসুস্থ বোধ করছেন। তবে অনশন মঞ্চ ছেড়ে যাননি। এখনও সেখানেই রয়েছেন স্নিগ্ধা।

জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানা যাচ্ছে, একটানা ১০ দিনের অনশনের (Hunger Strike) কারণে অনেক অনশনকারীই অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি অনশনকারী জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজাকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়। জানা যাচ্ছে, তাঁর শরীরে কিটোন বডির মাত্রা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ জাতীয় টাস্ক ফোর্সের কাজে ‘অসন্তুষ্ট’! আরজি কর মামলার পরবর্তী শুনানি কবে? কী বলল সুপ্রিম কোর্ট

এদিকে একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে যাওয়ায় নতুন করে অনশনে বসেছেন দু’জন। রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী আমরণ অনশনে বসেছেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটি স্পন্দন। তাঁরা বলেন, যতজন অসুস্থ হোক না কেন, এই অনশন চলবে। সরকার যতদিন অবধি দাবি মানছে না, ততদিন অবধি এই প্রতিবাদ চলবে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে দশ দফা দাবি সামনে রেখে গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশনে বসেছেন ৬ জন জুনিয়র ডাক্তার। প্রথমে অনশন শুরু করেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএম হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। পরবর্তীতে যোগ দেন আরজি কর হাসপাতালের অনিকেত মাহাতো।

RG Kar protest junior doctors hunger strike

একটানা অনশনের কারণে প্রথমে অসুস্থ হয়ে পড়েন অনিকেত। মধ্যরাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। এরপর এক এক করে অনুষ্টুপ, তনয়া, পুলস্ত্যরা অসুস্থ হয়ে পড়েন। এবার জানা যাচ্ছে, অনশনকারী জুনিয়র ডাক্তার স্নিগ্ধাও অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনকারী জুনিয়র চিকিৎসক (Junior Doctors) অলোক বর্মাও সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর