বিনীত গোয়েল অতীত! এবার এই ৩ জনের পদত্যাগের দাবি জুনিয়র ডাক্তারদের! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার তথা আজ বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক সম্মেলন করে কাজে ফেরার আর্জি জানিয়েছেন। এসবের মাঝেই এবার নয়া দাবি করলেন প্রতিবাদকারী চিকিৎসকরা (RG Kar Case)। আগের পাঁচ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরও একটি দাবি।

  • স্বাস্থ্যভবন অভিযানের আগে নয়া দাবি (RG Kar Case)!

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায়বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। আগেই তাঁরা পাঁচ দফা দাবি রেখেছিলেন। এবার তার সঙ্গে আর একটি দাবি জুড়লেন প্রতিবাদকারী ডাক্তাররা (Junior Doctors)।

   
  • কী দাবি রাখলেন জুনিয়র চিকিৎসকরা?

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আপনি আমায় ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা মানতে পারি, ৫টা নাও মানতে পারি’। এরপর পুরনো পাঁচ দফা দাবির সঙ্গে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবি জুড়ে দিলেন আন্দোলনরত (RG Kar Case) জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুনঃ পুজোর আগেই বড় সুখবর! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট! বিরাট ঘোষণা মমতার

আগেই তাঁদের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা, হাসপাতাল, মেডিক্যাল কলেজ সহ রাজ্যের সকল স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে, এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য তথা মোটিভ সামনে আনা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ পাঁচ দফা দাবি করা হয়েছিল। এবার সেগুলির সঙ্গে জুড়ে গেল আরও একটি দাবি।

Swasthya Bhaban Abhijan RG Kar case

এই দাবিগুলি পূরণের জন্য মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের (Swasthya Bhaban Abhijan) ডাক দেওয়া হয়েছে। করুণাময়ী থেকে শুরু হবে এই অভিযান। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ অবধি স্বাস্থ্যভবনে টানা অবস্থানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, কাজে যোগ দেওয়া নিয়ে সুপ্রিম নির্দেশ এলেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হলে, সদর্থক পদক্ষেপ নেওয়া হলে, কর্মবিরতি প্রত্যাহারের কথা ভেবে দেখা হবে বলে খবর (RG Kar Case)। আর যদি না হয়? প্রতিবাদকারী চিকিৎসকদের কথায়, ‘নাহলে এটাই বোঝা যাবে, অচলাবস্থা কাটুক এটা সরকার চায় না। সেক্ষেত্রে গোটা রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর